আবার নতুন অভিযানে ‘একেন বাবু’। গত বছরই শোনা গিয়েছিল 'একেন বাবু' আবারও বড়পর্দায় ফিরছেন। হইচইতে তাঁর সর্বশেষ যে সিরিজ মুক্তি পেয়েছিল সেখানে 'একেন'কে পুরীতে দেখা গিয়েছিল। তবে এবার একেনের গন্তব্য বেনারস। বেনারসের গলির গোলক ধাঁধায় রহস্য উদঘাটন করবে 'একেন'। মঙ্গলবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। কচি-কাঁচাদের উপস্থিতিতে হয়ে গেল ট্রেলার লঞ্চের অনুষ্ঠান।
আরও পড়ুন: বড় পর্দায় ‘একেন বাবু’, বেনারসে তার সফর সঙ্গী শাশ্বত! প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক
'শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে' এবং 'এই রাত তোমার আমার'-এর অসাধারণ সাফল্যের পর, হইচই স্টুডিয়োস আবারও এই আকর্ষণীয় গল্প নিয়ে ফিরেছে। এই ছবিতেও 'একেন' রূপে ফের অনির্বাণ চক্রবর্তীকে দেখা যাবে। সঙ্গে থাকবে 'একেন'-এর দুই বন্ধু 'বাপি' আর ‘প্রমথ’ অর্থাৎ সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ।
আরও পড়ুন: কখনও পার্সি তো, কখনও অ্যাংলো ইন্ডিয়ান, এবার বহুরূপী শাশ্বত! ‘একেন বাবু’তে বড় চমক অভিনেতার
মঙ্গলবার হয়ে গেল ছবিটির ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। ছবির সব কলাকুশলীদের নিয়ে হাজির ছিলেন ছবির পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। ১৬ মে, অর্থাৎ গরমের ছুটিতে মুক্তি পাচ্ছে ছবিটি। বেনারসের বিভিন্ন জায়গায় হয়েছে শ্যুটিং।