বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Doctor murder: ‘প্রথম থেকেই কাউকে আড়াল করার চেষ্টা, আন্দোলনে যেতে চাই,’ জানালেন মৃত চিকিৎসকের মা
RG Kar Doctor murder: ‘প্রথম থেকেই কাউকে আড়াল করার চেষ্টা, আন্দোলনে যেতে চাই,’ জানালেন মৃত চিকিৎসকের মা
1 মিনিটে পড়ুন Updated: 24 Aug 2024, 04:06 PM ISTSatyen Pal
মৃত চিকিৎসকের বাবা বলেন, যে কোনও জায়গায়। নিরপেক্ষভাবে যারা আমায় ডাকবে সেই আন্দোলনে আমরা যোগ দেব।
আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় বিক্ষোভ হয়েছিল দিল্লিতেও। (ছবি সৌজন্যে, সঞ্জীব বর্মা/হিন্দুস্তান টাইমস)
আরজি কর হাসপাতালের সেমিনার হল। তার ভেতরেই এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা। গোটা বিশ্বজুড়ে তার প্রতিবাদ। তার মধ্য়েই ফের শুক্রবার এবিপি-টিভি ৯, সিএন সহ একাধিক সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলেছিলেন সেই খুন হওয়া চিকিৎসকের বাবা-মা।