শাহজাহান ১০ বছর আগে সেখানে মাংসের দোকান করেছিলেন। প্রতিদিনকার মতো ঘটনার দিনও দোকানে বসে মাংস বিক্রি করছিলেন শাহজাহান। তখনই মৃত কৃষ্ণচূড়া গাছ তাঁর উপরে ভেঙে পড়ে। এই ঘটনায় তাঁর মেরুদন্ড টুকরো টুকরো হয়ে যায়। তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সল্টলেকে গাছ ভেঙে মৃত্যু ব্যবসায়ীর। প্রতীকী ছবি
৮ দিনের লড়াই শেষ। অবশেষে মৃত্যু হল ব্যবসায়ীর। মাথার উপরে গাছ ভেঙে পড়ায় তিনি গুরুতর জখম হয়েছিলেন। একটি হাসপাতলে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনাটি সল্টলেকের পূর্বাচলের ৪ নম্বর ক্লাস্টারের বাইরে ঘটেছিল। মৃত ব্যবসায়ীর নাম শাহজাহান শাহজি (৪০)। তিনি একজন মাংস বিক্রেতা। দোকানে থাকার সময় গাছ ভেঙে পড়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে ব্যবসায়ীর পরিবারে। একই সঙ্গে এই ঘটনার জন্য স্থানীয় পুর প্রতিনিধির গাফিলতিকে দায়ী করেছে বিজেপি।
জানা গিয়েছে, শাহজাহান ১০ বছর আগে সেখানে মাংসের দোকান করেছিলেন। প্রতিদিনকার মতো ঘটনার দিনও দোকানে বসে মাংস বিক্রি করছিলেন শাহজাহান। তখনই মৃত কৃষ্ণচূড়া গাছ তাঁর উপরে ভেঙে পড়ে। এই ঘটনায় তাঁর মেরুদন্ড টুকরো টুকরো হয়ে যায়। তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শাহজাহানের মৃত্যু হয়। প্রসঙ্গত, সল্টলেকের মাটিতে বেশিরভাগই বালি থাকায় সেখানকার মাটি আগলা। ফলে এখানকার মাটি অন্যান্য জায়গার চেয়ে দুর্বল। স্থানীয় পুর প্রতিনিধি মিনু চক্রবর্তী জানান, ওই ক্লাস্টারে পাঁচিল ঘেঁষে ছিল গাছটি। আর পাঁচিলের পাশেই মাংসের দোকান ছিল শাহজাহানের। গাছটি ভেঙে পড়লে একেবারে তাঁর ওপরে পড়ে। গাছটি কাটার জন্য কো-অপারেটিভ বিভাগের অনুমতির প্রয়োজন ছিল। তা ছাড়া স্থানীয়রা গাছ কাটতে বাধা দিচ্ছিল। তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটলো।