এদিন সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ শুরু হবে শেষ হতে প্রায় সাড়ে ৯টা বাজবে। মেট্রোর তরফে জানানো হয়েছে, রাত ১০টার সময় সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে একটি অতিরিক্ত মেট্রো চালানো হবে। সেটি শিয়ালদা স্টেশন পৌঁছবে রাত্রি ১০:০৭ মিনিটে।
কলকাতা মেট্রো। ফাইল ছবি
আজ সোমবার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাপের ম্যাচে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট এবং মালদ্বীপের মেজিয়া স্পোর্টস ক্লাব। মোহনবাগানের ম্যাচকে ঘিরে স্বাভাবিকভাবেই ভিড় হবে ফুটবলপ্রেমীদের। যাদের নিজস্ব গাড়ি রয়েছে ম্যাচ শেষে তাদের বাড়ি ফেরার ক্ষেত্রে সমস্যা না হলেও যাদের গাড়ি নেই তারা সমস্যায় পড়তে পারেন। সেই কথা ভেবেই দর্শকদের সুবিধার্থে ম্যাচের শেষে একটি বিশেষ মেট্রো চালানো হবে। মেট্রোর তরফে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে।
এদিন সন্ধ্যে সাড়ে ৭টা নাগাদ শুরু হবে শেষ হতে প্রায় সাড়ে ৯টা বাজবে। মেট্রোর তরফে জানানো হয়েছে, রাত ১০টার সময় সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশন থেকে একটি অতিরিক্ত মেট্রো চালানো হবে। সেটি শিয়ালদা স্টেশন পৌঁছবে রাত্রি ১০:০৭ মিনিটে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যাত্রীদের সুবিধার জন্য ফুলবাগানে মেট্রো কিছুক্ষণ দাঁড়াবে। সেখানে যাত্রীরা উঠানামা করতে পারবেন। সেই কারণে সল্টলেক স্টেডিয়াম এবং ফুলবাগান মেট্রো স্টেশনে বুকিং কাউন্টার খোলা থাকবে। তিনি বলেন, ‘ম্যাচের শেষে সল্টলেক স্টেডিয়াম থেকে শিয়ালদহ অভিমুখে এই ট্রেন চালানো হবে। ম্যাচের শেষে বাড়ি ফেরার জন্য ফুটবলপ্রেমীদের আর দুঃশ্চিন্তা করতে হবে না।’
প্রসঙ্গত, এর আগে আইএসএলে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচের দিনগুলিতে ফুটবলপ্রেমীদের সুবিধার জন্য ম্যাচ শেষে চালানো হয়েছে অতিরিক্ত মেট্রো। যার ফলে ম্যাচ শেষে নিশ্চিন্তে বাড়ি ফিরতে পেরেছেন ফুটবলপ্রেমীরা। মূলত যারা কলকাতার বাসিন্দা তাদের বাড়ি ফেরায় খুব একটা সমস্যা না হলেও কলকাতার বাইরে যাদের বাড়ি তাদের সমস্যায় পড়তে হয়। দেরি করে শিয়ালদা স্টেশনে পৌঁছানোর ফলে অনেক সময় দিনের শেষ ট্রেন মিলত না। তবে সল্টলেক থেকে মেট্রোয় কোনও ঝঞ্জাট ছাড়াই শিয়ালদা পৌঁছানোর ফলে এর আগে ট্রেন পেতে যাত্রীদের বিশেষ অসুবিধা হয়নি।