রবিবার সকালে দক্ষিণ কলকাতার জল ফিরল। শনিতে জলের পাইপ লাইন মেরামত এবং বুস্টার পাম্পিং স্টেশনের রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করল কলকাতা পুরসভা। এই কাজের জন্য শতাধিক কর্মীদের নিয়োগ করেছিল পুরসভা। জানা গিয়েছে, পূর্বঘোষণা অনুযায়ী, গতকাল দক্ষিণ কলকাতার বহু এলাকায় বন্ধ ছিল জল সরবরাহ। শনিবার সকাল ১০টার পর থেকে গার্ডেনরিচ প্রকল্পে পানীয় জল সরবরাহ বন্ধ হয়। এর জেরে প্রভাবিত হন টলিগঞ্জ, যাদবপুর, চেতলা, বেহালা, গড়িয়াহাট, কসবা, দক্ষিণ কলকাতার ইএম বাইপাস লাগোয়া ওয়ার্ডগুলির বাসিন্দারা। আজ সকালে পুনরায় জল সরবরাহ চালু হয়। (আরও পড়ুন: 'কে শাহরুখ খান?', অসমে 'পাঠান তাণ্ডবে'র পর মোদীর নির্দেশ 'অমান্য' হিমন্তের?)
প্রসঙ্গত, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এবং বনমালী মণ্ডল রোডের সংযোগস্থলে জলের পাইপলাইনে ফাটল দেখা দিয়েছিল। মূলত সেটা মেরামতির জন্যই গতকাল কাজ শুরু করে পুরসভা। প্রসঙ্গত, শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে বারবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি ঘটছে। এই আবহে ১৪০০ মিলিমিটারের সেই পাইপলাইনের অংশ পাল্টানো হয়। এর জন্য ৭৫ জনের একটি দল গঠন করেছিল পুরসভা। তাছাড়া গার্ডেনরিচ প্রকল্পের পাম্পিং স্টেশনের রক্ষণাবেক্ষণের কাজও হয় গতকাল। এই রক্ষণাবেক্ষণের কাজের জন্য শতাধিক কর্মী নিয়োগ করা হয়েছিল।
আরও পড়ুন: যৌন হেনস্থার অভিযোগ অস্বীকার করার পরই কুস্তি ফেডারেশনের দরজায় তালা লাগাল সরকার
বেহালা এবং টালিগঞ্জ-যাদবপুরে বেশ কয়েকটি বুস্টার পাম্পিং স্টেশনে কাজ হয় গতকাল। এর জেরে বেহালা, টালিগঞ্জ, যাদবপুর এবং গড়িয়াতে পরিশোধিত পানীয় জল সরবরাহ বন্ধ থাকে গতকাল। আংশিক ভোগান্তি পোহাতে হয় ১০, ১১, ১২ ও ১৫ নম্বর বরোর বাসিন্দাদেরও। তাছাড়া গতকাল চেতলা, কালীঘাট, হরিশপার্ক, রানিকুঠি, গল্ফগ্রিন, গড়ফা, গান্ধী ময়দান সহ বেশ কিছু অঞ্চলে জল সরবরাহ বন্ধ ছিল। তবে রবিবার ফের জল সরবরাহ চালু হয়ে গিয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক