কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আদালতের অনুমতি নিয়ে বিদেশ যাত্রা করে নির্দিষ্ট সময় তিনি দেশে ফিরে এসেছেন। তা সত্বেও তাঁর বিরুদ্ধে কেন লুক আউট নোটিশ জারি করা হয়েছে? তাঁকে বিমানবন্দরে আটকে দেওয়া হল, তা নিয়ে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে ইডি। এই প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি ইডির আইনজীবীরা। জবাব দেওয়ার জন্য আদালতের কাছে সময় চেয়ে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় আমেরিকা যাচ্ছেন। তিনি হাইকোর্টে হলফনামা দিয়ে বিষয়টি অবগত করিয়েছেন। তাঁকে বিমানবন্দরে আটকে দেওয়া হতে পারে বলে সুপ্রিম কোর্টেক কাছে আশঙ্কা প্রকাশ করেছেন, আইনজীবী কপিল সিব্বাল।
রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে ইডি। এই লুক আউট নোটিশকে যুক্তি হিসাবে দেখিয়ে, তাঁর বিদেশ যাত্রার সময় অভিষেক পত্নীকে আটকে দেওয়া হয়। এ প্রসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, এর আগে সুপ্রিম কোর্টের নোটিশ নিয়ে বিদেশ যাত্রা করে নির্দিষ্ট সময় ফিরে এসেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাই শীর্ষ আদালতের প্রশ্ন, তার পরও কেন অভিষেকপত্নীর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হল? রুজিরা পরিবার যে বিদেশে থাকে তাও এ দিন আদালতে তাও তুলে ধরা হয়। জবাব দেওয়ার জন্য কিছুদিন সময় চেয়ে নিয়েছেন ইডির আইজীবীরা। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানি।
(পড়তে পারেন। চোখের চিকিৎসা করাতে বুধে আমেরিকা যেতে চান অভিষেক, হাইকোর্টে হলফনামা দিয়ে আর্জি)