সার্ভে পার্ক থানার অজয়নগর এলাকায় কয়েকদিন আগে এমন ঘটনা ঘটেছিল। মদ্যপ মোটরবাইক আরোহীরা পুলিশের উপর হামলা করেছিল। উল্টোডাঙাতেও একই ঘটনা ঘটেছিল। তবে সার্ভে পার্কের ঘটনায় অভিযুক্ত ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আক্রান্ত ট্রাফিক সার্জেন্টের নাম সুমন কল্যাণ ঢাক। সার্ভে পার্ক থানা নাকা তল্লাশি চালাচ্ছিল।
পুলিশকে ধাক্কা মেরে চলে গেল বেপরোয়া গাড়ি।
আবার পুলিশ আক্রান্ত হল শহরে। বর্ষবরণের রাতে কলকাতার রাস্তায় একের পর এক আইন অমান্যের ঘটনা ঘটল। যেখানে পুলিশ কড়া নিরাপত্তায় উৎসবমুখর মানুষের পাশে ছিল সেখানে পুলিশকেই আক্রান্ত হতে হল মানুষের উচ্ছৃঙ্খলতায়। এবার বর্ষশেষের উচ্ছৃঙ্খলতা পুলিশকে পর্যন্ত রাজপথে ধরাশায়ী করে দিল। নাকা চেকিং চলাকালীন ট্র্যাফিক গার্ডের পুলিশকে ধাক্কা মেরে চলে গেল বেপরোয়া গাড়ি। এই ঘটনায় জোর আলোড়ন পড়ে গিয়েছে মহানগরীতে।
ঠিক কী ঘটেছে বর্ষশেষের রাতে? স্থানীয় সূত্রে খবর, এই ঘটনাটি ঘটেছে চায়না টাউন এলাকায়। বেপরোয়া গাড়ি সজোরে ধাক্কা মেরে পুলিশ কনস্টেবলকে রাস্তায় ফেলে দিয়ে চম্পট দেয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতার প্রগতি ময়দান থানা। আহত পুলিশকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। এই পুলিশকর্মীর বয়স ৪৭ বছর। এভাবে ধাক্কা মারায় ট্র্যাফিক পুলিশকর্মীর শরীরের নানা জায়গায় আঘাত লেগেছে। পাঁজরে আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে।