বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ অবশেষে ফিরেছেন ভারতে। কূটনৈতিক ক্ষেত্রে বড় জয়। দিনের পর দিন ধরে বিএসএফ পূর্ণমকে দেশে ফেরাতে চেষ্টা চালিয়ে গিয়েছে। রিষড়ার বাসিন্দা পূর্ণম কুমার সাউকে ভারতে ফিরিয়ে দিতে বাধ্য় হল পাকিস্তান।
২২দিন পরে সমস্ত উদ্বেগের অবসান। অবশেষে দেশে ফিরলেন পূর্ণম কুমার সাউ। পাক রেঞ্জার্স তাকে হস্তান্তর করে সীমান্তে। কার্যত ভারতের চাপের মুখে পড়ে পূর্ণমকে ছাড়তে বাধ্য় হল পাকিস্তান। পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী পাঞ্জাব পর্যন্ত চলে গিয়েছিলেন। বিএসএফের প্রচেষ্টায় আগেই সন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।
তবে তৃণমূল নেতাদের দাবি, বাংলার মুখ্য়মন্ত্রী তিন তিন বার ফোন করেছিলেন বাড়িতে। তিনি বলছিলেন সাত দিনের মধ্য়ে ফেরত আনা হবে। মুখ্যমন্ত্রী যেভাবে কয়েকদিন ফোন করে খোঁজ করেছিলেন তাতে আমরা অত্যন্ত খুশি। একাধিকবার বাংলার মুখ্য়মন্ত্রী পূর্ণমের কুমার স্ত্রীর সঙ্গে কথা বলে তাঁর স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নেন।
তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, অত্যন্ত আনন্দের খবর। উদ্বেগে ছিলেন সবাই। সবাই মিলে চেষ্টা চালিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যোগাযোগ রেখেছিলেন। ওপরমহলের যারা আছেন সকলকে ধন্য়বাদ।
এদিকে মুক্তির কৃতিত্ব কার এনিয়ে ইতিমধ্য়েই দড়িটানাটানি শুরু হয়েছে।