মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে সরকারি স্কুলের পড়ুয়াদের ইউনিফর্ম দেওয়া চালু করেন। বিনামূল্যে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা স্কুলের পোশাক পায়। বছরে দু’সেট। এবার মার্চ মাসেই প্রথম সেট দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সেটা করার নির্দেশ নবান্ন থেকে দেওয়া হয়েছে। আর দ্রুত সেটা বাস্তবায়িত করার জন্য রাজ্য প্রশাসনের কর্তারা উঠে পড়ে লেগেছেন। পড়ুয়াদের এই ইউনিফর্ম সেলাইয়ের দায়িত্বে আছে স্বনির্ভর গোষ্ঠী। এই কাপড় এখন রাজ্যেই উৎপাদন হয়। ফলে অন্যের উপর নির্ভর করতে হয় না। এখন নবান্নের শীর্ষস্তর থেকে জেলা প্রশাসনগুলিকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
এদিকে নবান্ন সূত্রে খবর, বেশ কয়েকটি জেলা এখন খুব ভাল পর্যায়ে রয়েছে। তাদের কাজ এখন প্রায় শেষের পথে। আবার কিছু জেলা আছে যাদের কাজ মন্থর গতিতে চলছে। এই মন্থর গতিতে চলা জেলাগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কাজ দ্রুত শেষ করা হয়। যে জেলাগুলির কাজ শেষের পথে তাদের মধ্যে রয়েছে—কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, মালদা এবং কোচবিহার। আর বাকি জেলাগুলির অবস্থা খুব একটা ভাল নয়। এই জন্যই দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার পড়ুয়ারা কবে পোশাক পায়।
আরও পড়ুন: টানা দু’মাস পদ্মার ইলিশ মাছ মিলবে না এপার বাংলায়, বদলের বাংলাদেশে কড়া নিয়ম
অন্যদিকে রাজ্যে সরকারি স্কুল ৮২ হাজার ৯০৬টি। এই সমস্ত স্কুলের মোট পড়ুয়া সংখ্যা ১ কোটি ৭ লক্ষ। এই বিপুল পরিমাণ পড়ুয়াকে দু’সেট করে ইউনিফর্ম দেওয়া হবে। এবার প্রথম সেট মার্চ মাসেই দিতে চাই রাজ্য সরকার। সেই কাজ শেষ হলে শুরু হবে দ্বিতীয় সেট ইউনিফর্ম দেওয়ার কাজ। সেক্ষেত্রে এখনও পর্যন্ত প্রথম সেট ইউনিফর্ম তৈরির কাজ ৪৫ শতাংশ হয়েছে বলে সূত্রের খবর। তাই কাজ দ্রুততার সঙ্গে করার জন্য জেলা প্রশাসনকে নিয়মিত পোশাক তৈরির জায়গায় যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া হাতে যে সময় কম সেটা স্পষ্ট হয়েছে। তাই এখন প্রত্যেক ১৫ দিন অন্তর ব্লকের অফিসাররা পরিদর্শনে যাবেন। তাগাদা দেবেন কাজ দ্রুত করার জন্য। আর জেলাস্তরের অফিসাররা মাসে একবার করে যাবেন। কাজ সম্পূর্ণ হতে আর কত সময় লাগবে সেটা দেখে ব্যবস্থা নেওয়া হবে। স্বনির্ভর গোষ্ঠীর সেই কাজের অগ্রগতি নিয়ে রাজ্য প্রশাসন কে রিপোর্ট দেবেন কর্তারা। তাই এখন রুদ্ধশ্বাস গতিতে কাজ চলছে স্বনির্ভর গোষ্ঠীর। খুব শীঘ্রই স্কুল ইউনিফর্ম দেওয়ার কাজ শুরু হবে।