ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শুক্রবার থেকে অনশন চলছে কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের। অনশন প্রত্যাহারের জন্য কলেজ কর্তৃপক্ষ পড়ুয়াদের কাছে আবেদন জানিয়েও লাভ হয়নি। তাদের স্পষ্ট দাবি, ছাত্র সংসদের নির্বাচন ২২ ডিসেম্বরে করতে হবে। এমন অবস্থায় তাদের আন্দোলনে বাইরের মদত রয়েছে বলে মনে করছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
শনিবার পড়ুয়াদের অনশন প্রত্যাহারের আর্জি জানিয়ে তাঁদের কাছে গিয়েছিলেন খোদ স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম। কিন্তু পড়ুয়ারা স্বাস্থ্য সচিবের আবেদনে কোনও সায় দেননি। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের কর্তারা পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা যাতে আন্দোলন তুলে নেন সে বিষয়ে অভিভাবকদের কাছে আর্জি জানান তাঁরা। এদিকে, চিকিৎসকদের কিছু সংগঠন অনশনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেছে। মঙ্গলবার নির্বাচন নিয়ে স্বাস্থ্য ভবনের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বৈঠক রয়েছে। সেই বৈঠকে যদি কোনও সমাধান সূত্র বেরিয়ে না আসে তাহলে সে ক্ষেত্রে কোন পথে যাবে মেডিক্যালের পড়ুয়াদের আন্দোলন তা নিয়ে চিন্তিত কলেজ কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই ছাত্রদের অনশনে ‘হোক কলরব’ পোস্টার পড়েছে। শনিবার বিকেলে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিধায়ক চিকিৎসক ডা. নির্মল মাঝি। যদিও তিনি পড়ুয়াদের সঙ্গে দেখা করেননি। কলেজের অধ্যক্ষ ডা. ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, তিনি নিয়মিত অনশনরত পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তাঁদের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন। তবে কোনওভাবেই পড়ুয়াদের অনশনে ওঠাতে পুলিশি সাহায্য নেওয়া হবে না সে বিষয়টিও জানিয়েছেন অধ্যক্ষ।