মদ্যপান করে বিমানে উঠে পড়েছিলেন এক যাত্রী। মদ্যপ অন্যান্য যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করায় যাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল বিমান সংস্থা এবং বিমানবন্দর কর্তৃপক্ষ। মদ্যপ যাত্রীকে শুধু বিমান থেকেই নামিয়ে দেওয়া হল না, তাকে বিমানবন্দর থেকেই বের করে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে। ওই মদ্যপ যাত্রীর নাম কৌশিক মালিক। রবিবার রাতে ওই যাত্রীর কলকাতা থেকে আন্তর্জাতিক বিমানে উঠে এমন কাণ্ড ঘটান।
আরও পড়ুন: মত্ত অবস্থায় ঘুমানোর সময় বিমানে প্রস্বাব পড়ুয়ার, গড়িয়ে পড়ল সহযাত্রীর গায়ে!
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৮টা ২০ মিনিটের ফ্লাইটে কলকাতা থেকে মরুদেশ দুবাইয়ে যাওয়ার কথা ছিল ওই যাত্রীর। সেই উদ্দেশে তিনি কলকাতা বিমানবন্দর আসেন। যাবতীয় নিরাপত্তা চেক করার পর তিনি ফ্লাই এমিরেটস উড়ান সংস্থার ইকে ৫৭৩ বিমানে চাপেন। বিমানটি তখন রানওয়েতে উড়ানের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু, বিমানে ওঠার পরে তিনি অন্যান্য যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করেন। তাতে বিমানের ক্রু সদস্যরা বুঝতে পারেন যাত্রী মদ্যপান করে রয়েছেন। এরপর ওই যাত্রীকে তারা বিমান থেকে নামিয়ে দেন। পরে নির্দিষ্ট সময়ে বিমানটি কৌশিক মালিককে বাদ দিয়ে রওনা দেয়। ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা খবর পেয়ে ওই যাত্রীকে বিমানবন্দর থেকে বাইরে বের করে দেন। তবে এই ধরনের ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। যেখানে প্রচুর নিরাপত্তা খতিয়ে দেখার পর যাত্রীদের বিমানবন্দেরর ভিতর প্রবেশ করানো হয়। তা সত্ত্বেও একজন মদ্যপ যাত্রীকে কীভাবে বিমানে উঠতে দেওয়া হল তাই নিয়ম হচ্ছে প্রশ্ন।