এবার বিরোধীদের মুখ বন্ধ করতে এবং সাধারণ মানুষকে ডেঙ্গির হাত থেকে বাঁচাতে ‘মেডিকেটেড মশারি’ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই ৩০ হাজার মশারির অর্ডার দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই মশারি টাঙিয়ে ঘুমোলে ডেঙ্গির মশা প্রবেশ করতে পারবে না এবং নিরাপদে থাকা যাবে।
‘মেডিকেটেড মশারি’। (ছবি সৌজন্য পিটিআই)
রাজ্যজুড়ে ডেঙ্গির দাপট বেড়েছে। তার জেরে আক্রান্তের সংখ্যা যেমন বেড়েছে তেমনই বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এই নিয়ে বিধানসভার বাদল অধিবেশনে পর্যন্ত সোচ্চার হয়েছেন বিরোধী বিধায়করা। তাই এবার বিরোধীদের মুখ বন্ধ করতে এবং সাধারণ মানুষকে ডেঙ্গির হাত থেকে বাঁচাতে ‘মেডিকেটেড মশারি’ বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই ৩০ হাজার মশারির অর্ডার দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই মশারি টাঙিয়ে ঘুমোলে ডেঙ্গির মশা প্রবেশ করতে পারবে না এবং নিরাপদে থাকা যাবে।
কারা পাবে এই মশারি? কলকাতা পুরসভা সূত্রে খবর, যাঁরা বস্তিতে থাকেন এবং ফুটপাথবাসী বলেই পরিচিত তাঁদের এই মেডিকেটেড মশারি বিতরণ করা হবে। রাজ্যে ডেঙ্গির দাপট বাড়ায় আতঙ্কে ভুগছেন মানুষজন। তাই যাঁদের হতে পারে বলে সম্ভাবনা বেশি তাঁদের এভাবে নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই বিধানসভায় শাসক দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবার বস্তি এলাকা থেকে শুরু করে ফুটপাথের বাসিন্দাদের জন্য এই মেডিকেটেড মশারি বিতরণ করবে কলকাতা পুরসভা।
মশারির বৈশিষ্ট্য ঠিক কী? কলকাতা পুরসভা সূত্রে খবর, এটা কোনও সাধারণ মশারি নয়। এটা একটি আধুনিক মেডিকেটেড মশারি। যা বিতরণ করা হবে। এই মশারিকে বলা হয় ‘ইনসেকটিসাইডাল ইনপ্রিগনেটেড’ মশারি। যা কয়েকদিনের মধ্যেই বিতরণ করবে পুরসভা। রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে ৩০ হাজার মশারি সংগ্রহ করবে কলকাতা পুরসভা। এই পদক্ষেপের জেরে বস্তি এলাকায় মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ করা যাবে। যেহেতু রাস্তার জমা জল, আবর্জনা ডেঙ্গি ছড়িয়ে পড়ার অন্যতম কারণ সেহেতু এই পদক্ষেপের উপর জোর দেওয়া হচ্ছে। মেডিকেটিভ মশারি ব্যবহার করলে সেই আশঙ্কা আর থাকবে না।
কোথা থেকে কাজ শুরু হবে? কলকাতা পুরসভা সূত্রে খবর, বেলগাছিয়া, কাঁকুরগাছি থেকে কাজ শুরু হয়ে সেটা পেয়ারাবাগান, পঞ্চাননতলা, তিলজলার বস্তি এলাকায় পৌঁছবে। আর তারপর বড়বাজার, পার্কস্ট্রিট, গড়িয়াহাট, পার্ক সার্কাস, কলেজ স্ট্রিট, গিরিশ পার্ক, ভবানীপুরে পর্যন্ত একাধিক ফুটপাথবাসী এবং বস্তিবাসীদের এই মশারি দেওয়া হবে। ইতিমধ্যেই প্রত্যেকটি বরো এলাকা ধরে হিসাব করে তালিকা তৈরি হয়েছে। এবার তালিকা অনুযায়ী মেডিকেটেড মশারির অর্ডার পাঠানো হয়েছে। এই আধুনিক মেডিকেটেড মশারিতে এক ধরনের কীটনাশক ব্যবহার করা থাকে। যা মশা এবং অন্যান্য পোকামাকড়কে মেরে ফেলবে। ডেঙ্গি ঠেকাতে এটি অনেক বেশি কার্যকরী। বাইরের দেশেও এই ধরনের মশারির ব্যবহার রয়েছে।