খাদ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে অন্ত্যোদয় অন্ন যোজনার (এএওয়াই) অধীনে এক সদস্যের পরিবার রয়েছে এমন গ্রাহকের সংখ্যা তিন লক্ষের বেশি। কিন্তু, এই সংখ্যার একটা বড় অংশ ১৮ বছরের কম বয়সি। ফলে আদৌও এই ধরনের গ্রাহকের অস্তিত্ব রয়েছে কি না বা আলাদা হিসেবে বসবাস করছে কি না তা নিয়ে বড় নির্দেশ জারি করল খাদ্য দফতর। (আরও পড়ুন: ওয়াকফ হিংসার জেরে বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি, রিটের উল্লেখ SC-তে, শুনানি কাল)
আরও পড়ুন: রেশন কার্ডের সুবিধা কি পাচ্ছেন দারিদ্র সীমার নীচে থাকা মানুষরা? সুপ্রিম প্রশ্ন
সম্প্রতি খাদ্য দফতরের তরফে নির্দেশ জারি করে এই সমস্ত গ্রাহকদের বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে। সেক্ষেত্রে এই ধরনের গ্রাহকের খোঁজ না পাওয়া গেলে অবিলম্বে কার্ড নিষ্ক্রিয় করতে বলা হয়েছে। অথবা যদি এই গ্রাহকরা আলাদা হিসেবে থেকে থাকে অবিলম্বে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে সেই কার্ড যুক্ত করতে বলা হয়েছে। আধিকারিকদের মতে, এই সংখ্যক এক সদস্যদের পরিবার থাকাটা বাস্তবসম্মত হলেও ১৮ বছরের কম বয়সি গ্রাহকরা যে পৃথক বা আলাদা থাকছে সেই পরিসংখ্যানটা বাস্তবসম্মত নয়। সেই কারণে বিষয়টি খতিয়ে দেখতে বলেছে খাদ্য দফতর।
প্রসঙ্গত, এএওয়াই-এর অন্তর্ভুক্ত গ্রাহকদের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন সুরক্ষা যোজনার অধীনে প্রতিমাসে পরিবার পিছু ৩৫ কেজি খাদ্য সামগ্রী অর্থাৎ চাল ও গম বিনা পয়সায় দেওয়া হয়ে থাকে। এছাড়া এই যোজনার অধীনে প্রায়োরিটি এবং স্পেশাল প্রায়োরিটি শ্রেণির গ্রাহকদের প্রতি মাসে মাথা পিছু ৫ কেজি করে চাল ও গম দেওয়া হয়ে থাকে। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি এই কার্ড পেয়ে থাকে।