অবশেষে এল স্বস্তির খবর। বর্ষা না ঢুকলেও মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে হতে পারে ঝড় - বৃষ্টি। এদিন জারি এক পূর্বাভাসে এমনই জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমা।
আরও পড়ুন - প্রথমবার মন্ত্রিত্ব পেয়েই দুই মন্ত্রকের MoS সুকান্ত! শান্তনু পেলেন কোন দায়িত্ব?
পড়তে থাকুন - ‘হারের মূল কারণ হল…’ বঙ্গ বিজেপির 'ঘুঘু'দের নিয়ে বিস্ফোরক অনুপম
দক্ষিণবঙ্গে গত কয়েকদিন ধরে চলছে তীব্র গরম। তাপমাত্রার সঙ্গে দোসর হয়েছে প্রবল আপেক্ষিক আর্দ্রতা। যার জেরে ঘেমে নেয়ে একাকাকার অবস্থায় দক্ষিণবঙ্গবাসীর। বৃষ্টির অপেক্ষায় সবাই যখন আকাশের দিকে চাতক পাখির মতো চেয়ে রয়েছেন তখনই এল স্বস্তির খবর। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে হতে পারে বৃষ্টি।
সোমবার সন্ধ্যায় নদিয়া জেলার একাংশে ঝড়বৃষ্টি হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে বর্ধমান জেলার একাংশে শুরু হয়েছে বৃষ্টি। কিন্তু বৃষ্টির দেখা নেই কলকাতা ও লাগোয়া জেলাগুলিতে। মঙ্গলবার সন্ধ্যার পর শেষ পর্যন্ত বৃষ্টি নামলে দাবদাহ থেকে কিছুটা স্বস্তি মিলবে বলাই যায়।
আরও পড়ুন - চার কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা, বাকিগুলোতে হল না কেন? কমিশনে চিঠি তৃণমূলের