মুর্শিদাবাদ লুঠতরাজ, ভাঙচুর, অবরোধ করার জন্য ৩০০ লোক জেল খাটছে, এর প্রভাব পড়বে ভোটে। এমনই দাবি করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বুধবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, কয়েক হাজার মানুষ পুলিশের ভয়ে এলাকায় থাকতে পারছে না। রাজনৈতিক মহলের মতে এভাবে কার্যত দাঙ্গাকারীদের পাশেই দাঁড়ালেন হুমায়ুন।
এদিন হুমায়ুন বলেন, ‘এখানে প্রশাসন ১৬৫টা স্পেসিফিক কেস করেছে। তাতে ৩০০-র উপর গ্রেফতারি হয়েছে। এখনও কয়েক হাজার মানুষ পুলিশের ভয়ে এলাকায় থাকতে পারছে না। এটার কিছুটা প্রভাব ভোটের বাক্সে পড়বে বলে আমি আশা করি। সামসেরগঞ্জ, ধুলিয়ান, ফরাক্কায় এর প্রভাব পড়তে পারে। তবে সুতি, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুরে এর ততটা প্রভাব পড়ার সম্ভাবনা নেই। প্রার্থী বদল করা হলে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যাবে। কারণ তাদের ওপরে মানুষের প্রবল ক্ষোভ রয়েছে।’
তিনি বলেন, ‘একটা ঘটনা ঘটেছে সেটা মোটেও ঘটা ঠিক হয়নি। বাবা - ছেলেকে বাড়ি থেকে বার করে নৃশংসভাবে খুন করার জন্য ১১ জন আসামীকে আগামী দিনে শাস্তি দেওয়া হোক। সেটা ঠিক আছে। কিন্তু লুঠতরাজ, ভাঙচুর, অবরোধ করার জন্য ৩০০ লোক জেল খাটছে, আরও ৩ – ৪ হাজার মানুষ বাড়িতে ঘুমাতে পারছে না এর প্রভাব তো একটা পড়বেই।’