জল সংকট কাণ্ডের পরে শিলিগুড়িতে ফের সংকটে তৃণমূল। লোকসভা নির্বাচনে শহরে কার্যত ভরাডুবি হয়েছে তৃণমূলের। শহরের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩২টিতে এগিয়ে বিজেপি। শিলিগুড়ি বিধানসভা এলাকা থেকে ৬৬ হাজার ভোটে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী রাজু বিস্ত।
আরও পড়ুন - লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মমতা, বললেন…
পড়তে থাকুন - কেউ যদি মনে করে থাকেন এই ফলে দুর্নীতি করার লাইসেন্স পেয়ে গেলেন, ভুল করছেন: শমীক
মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হলে দেখা যায় গতবারের থেকেও বেশি ভোটে জিতেছেন বিজেপি প্রার্থী রাজু বিস্ত। তার মধ্যে শিলিগুড়ি শহরে কার্যত ধুয়ে মুছে গিয়েছে তৃণমূল। শহরের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩২টিতেই এগিয়ে বিজেপি। শিলিগুড়ি বিধানসভা এলাকা থেকে ৬৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন রাজু বিস্ত।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, ‘সাংসদ রাজু বিস্ত তাঁর তৎপরতায় শিলিগুড়িতে বহু উন্নয়নমূলক কাজ করেছেন। আমি তাঁকে পূর্ণ সহযোগিতা করেছি। কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণে তিনি এক নজির স্থাপন করেছেন। পৌরসভার অসহযোগিতা তাই বাধা হয়ে দাঁড়ায়নি। মানুষ আমাদের যে ভাবে আশীর্বাদ করেছেন তাতে আগামীতেও আমরা এভাবে এগিয়ে যাব।’
তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী দিয়ে অবাধ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট হলে কী হবে তা দেখিয়ে দিয়েছে শিলিগুড়ির মানুষ। রাজ্য পুলিশ দিয়ে প্রহসনের নির্বাচন করে যারা পুরসভার তখতে বসেছেন তাঁদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। তাঁরা যে শহর চালাতে ব্যর্থ তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে।’
আরও পড়ুন - মুসলিমরা চাকরি, পরিশ্রুত পানীয় জল, হাসপাতাল চান না, তারা চান শুধু তোষণ: শুভেন্দু
শিলিগুড়ির ফল নিয়ে শহরের মেয়র গৌতম দেব বলেন, ‘শুধু শিলিগুড়ি নয়, উত্তরবঙ্গের পুর এলাকাগুলিতে তৃণমূলের ফল খারাপ হয়েছে। আমরা এক কারণ বিশ্লেষণ করব। বরং গ্রামাঞ্চল ও চা বলয়ে ফল ভালো হয়েছে। চোপড়ায় আশাতীত ফল হয়েছে।’