পরপর গুলি। মালদার দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকারকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। পুলিশ ইতিধ্যেই সেই ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে। রাতভর জিজ্ঞাসাবাদের পর নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মাকেও গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে নরেন্দ্রনাথ তিওয়ারি বলেছিলেন, ‘আরও বড় মাথা আছে। আমাকে ফাঁসানো হচ্ছে।’
কী বলছেন মৃত দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার?
বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার জানিয়েছেন, আমি একেবারেই সন্তুষ্ট নই( যতটা তদন্ত এগিয়েছে)। শেষটা দেখতে চাইছি। আরও কারা কারা আছে। এটা খালি এই যারা সামনে এসেছে না আরও এর সঙ্গে কেউ আছে। ঘটনার যে নৃশংসতা, আমি রাজনীতি করা মেয়ে, আমি অ্যাডভোকেট। এতে আরও মানুষ যুক্ত আছে। ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কি হচ্ছে না বলব না। তবে দল, পুলিশ প্রশাসন তাদের প্রতি বিশ্বাস রয়েছে বলেই বলছি। এক এক করে ঘটনা প্রকাশ হচ্ছে। অপেক্ষায় আছি। আমি মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করব। স্মরণসভা রয়েছে। রাজ্যসভাপতি আসবেন।আমার যা অভিযোগ পুলিশ জিজ্ঞাসা করলে বলব, নেত্রীকে বলব। ক্য়ামেরার সামনে বলব।
তিনি সংবাদমাধ্যমে আরও জানিয়েছেন, আরও মাথা রয়েছে।
কার্যত তিনি ইঙ্গিত দিচ্ছেন আরও কেউ যুক্ত আছে।
কারা তারা? কে সেই বড় মাথা?
এদিকে সূত্রের খবর, দুলাল সরকারের সঙ্গে নরেন্দ্রনাথ তিওয়ারির কেবলমাত্র যে রাজনৈতিক ক্ষমতা দখলের লড়াই ছিল তেমনটা নয়। ঠিকাদারির বাজারেও প্রভাব কমছিল নরেন্দ্র ওরফে নন্দুর। এতে ক্রমেই দূরত্ব তৈরি হচ্ছিল নন্দু ও বাবলার।
এদিকে চৈতালি আগেই বলেছিলেন, শুনেছিলাম স্বামী পুরসভার চেয়ারম্যান হতে পারেন। তাতে তাঁর ক্ষমতা, জনপ্রিয়তা আরও বাড়ত। এতে শঙ্কিত হয়ে কেউ তাঁকে খুনের ছক করতে পারে।
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আগেই নরেন্দ্র তিওয়ারি সম্পর্কে বলেছিলেন, এরকম কাজ ঘটিয়েছে বলেই গ্রেফতার করেছে। দুলাল সরকার খুনে জড়িত বলে গ্রেফতার হয়েছে। নরেন্দ্রনাথ তিওয়ারি একটা গোষ্ঠী তৈরি করেছিল। এলাকা দখল করার। আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল। ভোটের আগে ওদের মধ্য়ে ঝগড়া হয়। নরেন্দ্রনাথ তিওয়ারি অনেককে বলেছে আমি শেষ দেখব। যাদেরকে বলেছে তারা পুলিশকে বলেছে। স্বপন শর্মা এই লোকটা ভাড়াটে খুনি ছিল। ( এই প্রসঙ্গে তিনি এক বাম নেতার কথা উল্লেখ করেন)। আমাকে অনেকবার অ্যাটাক করেছে। বোম মেরেছিল। এই স্বপন শর্মা বর্তমানে অন্য একটি মামলায় জামিনে রয়েছে। দলের বাইরের ব্যাপার। এক শ্রেণির লোক সাপোর্ট করেছে। দলের নেত্রী যখন জিজ্ঞাসা করবে তখন বলে দেব। আমি একমাত্র নেত্রীকে বলব।