বিধানসভা নির্বাচনের জন্য ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা কিছুটা এগিয়ে আনা হল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। মূল সাতটি বিষয়ের পরীক্ষা চলবে আগামী ১১ ফেব্রুয়ারি (বুধবার) পর্যন্ত। আর আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ঐচ্ছিক বিষয় দিয়ে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে। সেখানে ২০২৫ সালে তো মাধ্যমিক পরীক্ষা শুরুই হয়েছিল ১০ ফেব্রুয়ারি থেকে। অর্থাৎ আগামী বছর আটদিনের মতো মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আনা হল। আর পরীক্ষা শেষ হবে ১০ দিন আগে।
২০২৪ সালের মতোই মাধ্যমিক হবে ২০২৬ সালে!
আর সেটা যে হবে, তা প্রত্যাশিতই ছিল। কারণ ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে। ভোটগ্রহণ-পর্ব শুরুর আগেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিটিয়ে ফেলার জন্য কিছুটা আগেই পরীক্ষা নেওয়া হয়। ২০২৪ সালে যখন লোকসভা নির্বাচন হয়েছিল, তখনও মাধ্যমিক পরীক্ষা কিছুটা আগে হয়েছিল। আসলে সেই বছরও ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক। চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ঠিক সেই সময়সীমাই বজায় রাখা হল ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায়।
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন
১) প্রথম ভাষা: ২ ফেব্রুয়ারি (সোমবার)।
২) দ্বিতীয় ভাষা: ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।
৩) ইতিহাস: ৬ ফেব্রুয়ারি (শুক্রবার)।
৪) ভূগোল: ৭ ফেব্রুয়ারি (শনিবার)।
৫) অঙ্ক: ৯ ফেব্রুয়ারি (সোমবার)।
৬) ভৌতবিজ্ঞান: ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার)।
৭) জীবনবিজ্ঞান: ১১ ফেব্রুয়ারি (বুধবার)।
৮) ঐচ্ছিক বিষয়: ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।
৯) তবে ফিজিক্যাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস এবং ওয়ার্ক এডুকেশনের পরীক্ষার দিনক্ষণ পরে ঘোষণা করা হবে।
আরও পড়ুন: এবারও মাধ্যমিকে নজর কাড়ল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, কত ঘণ্টা পড়ে মেধাতালিকায়?
মাধ্যমিকে প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা কী কী আছে?
প্রথম ভাষা: বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, মর্ডান টিবেটিয়ান, নেপালি, ওড়িয়া, গুরুমুখী (পঞ্জাবি), তেলুগু, তামিল, উর্দু এবং সাঁওতালি।
দ্বিতীয় ভাষা: ১) ইংরেজি (ইংরেজি ছাড়া অন্য কোনও বিষয় প্রথম ভাষায় থাকলে)। ২) বাংলা বা নেপালি (প্রথম ভাষায় ইংরেজি থাকলে)।

উচ্চমাধ্যমিকের রেজাল্ট জানতে ক্লিক করুন এখানে – ক্লিক করুন
মাধ্যমিক পরীক্ষা কতক্ষণ চলবে?
পর্ষদের তরফে জানানো হয়েছে, সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর ২ টো পর্যন্ত। তবে প্রথম ১৫ মিনিটে কিছু লেখা যাবে না। ওই সময়টা প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হবে। অর্থাৎ সকাল ১১ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত লেখার সময় পাবে পড়ুয়ারা।