গঙ্গার ধারে গজিয়ে ওঠা একাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে দিল কলকাতা বন্দর কর্তৃপক্ষ এবং হাওড়া সিটি পুলিশ। হাওড়ার ফোরশোর রোডের উপর গঙ্গার একেবারে ধার ঘেঁষে এইসব দোকানগুলি গজিয়ে উঠেছিল। যার মধ্যে অধিকাংশই ছিল ফাস্ট ফুডের দোকান। বন্দর কর্তৃপক্ষের কাছে কোনও অনুমতি না নিয়েই এই সব অস্থায়ী দোকান গড়ে উঠেছিল। অভিযোগ, সন্ধ্যা হলেই এই দোকানগুলিকে কেন্দ্র করে রাস্তার দু'পাশে গাড়ি, বাইক পার্ক করার ফলে যানজটের সমস্যা হচ্ছিল। তাছাড়া দোকানগুলির পিছনে গঙ্গার ধারে অসামাজিক কাজকর্মের অভিযোগ উঠছিল। তারপরেই এই উচ্ছেদ অভিযানে নামে হাওড়া সিটি পুলিশ এবং বন্দর কর্তৃপক্ষ।
আরও পড়ুন: নোটিশের পরেও বেআইনি নির্মাণ অব্যাহত, কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুরসভা
জানা গিয়েছে, গত বৃহস্পতিবার হাওড়া সিটি পুলিশ ও বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে অভিযানে নেমে ২৫টি অস্থায়ী দোকান উচ্ছেদ করে। রামকৃষ্ণপুর ঘাট থেকে তেলকল ঘাট পর্যন্ত প্রায় গঙ্গার ধারে প্রায় ৩০০ মিটার এলাকাজুড়ে এই দোকানগুলি গড়ে উঠেছিল। এই দোকানগুলিতে মূলত চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ফাস্ট ফুড বিক্রি করা হত।
সূত্রের খবর, ওই এলাকায় বন্দরের অধীনে হলেও কর্তৃপক্ষের কাছে কোনও অনুমতি নেননি দোকান মালিকরা। বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই দোকানগুলোর মালিকরা দোকান তৈরির জন্য লিখিত আবেদন জানিয়েছিলেন। তবে অনুমোদন দেওয়া হয়নি। আবেদনপত্র দেখিয়েই সেখানে দোকান গড়ে তোলা হয়েছিল। সেই কারণে সেগুলি উচ্ছেদ করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, সন্ধ্যা হলেই ওই দোকানগুলিকে ঘিরে গত কয়েক মাস রাস্তার দুপাশে গাড়ি, বাইক পার্কিং করা হচ্ছিল। এর ফলে যানজটের সমস্যায় পড়তে হচ্ছিল নিত্যযাত্রীদের। তাছাড়া নিয়ম না মেনেই তারস্বরে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল দোকানগুলিতে। এতে শব্দ দূষণও হচ্ছিল। স্থানীয় বাসিন্দারা এ নিয়ে আপত্তি জানান।