বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলই কাজ শুরু করে দিয়েছে। নানা আন্দোলন, সভা–সমাবেশ, কর্মসূচির প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। জনসংযোগ পর্যন্ত করতে নেমে পড়েছেন নেতা–নেত্রীরা। এই আবহে সারা রাজ্যজুড়ে যেখানে সমবায় নির্বাচন হচ্ছে সেখানে বিজেপি হারছে। বাম–রাম সমঝোতা করেও হারছে। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নিজের গড় কাঁথিতেই সমবায় নির্বাচনে সব আসনে হেরে বসল বিজেপি। আর জিতেছে তৃণমূল কংগ্রেস।
পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য জায়গায় আগেই হেরেছে বিজেপি। হলদিয়া থেকে ময়না সমবায় নির্বাচনে গোহারা হয়েছে। কিন্তু ঘরের মাঠ কাঁথিতে এমন দশা হবে সেটা কেউ কল্পনাও করেনি। আর এটাই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা বিজেপির কাছে। আর এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কাঁথি তিন নম্বর ব্লকের রানিওড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে গতকাল ডিরেক্টর নির্বাচন ছিল। কড়া পুলিশ প্রহরায় এবং নিশ্ছিদ্র নিরাপত্তায় ৭৭০ জন ভোট দেন। যদিও আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিলেন ডিরেক্টর। কিন্তু গণনায় বাকি ৯ জন ডিরেক্টর বিজেপিকে হারিয়ে বিপুল ভোটে জিতে যান।
আরও পড়ুন: ১০ নম্বর জাতীয় সড়ক তিনদিন বন্ধ থাকবে, যান চলাচলে নিষেধাজ্ঞায় পর্যটকদের হয়রানি
বিজেপি এই ফলাফল জানার পর ওখানে বিশেষ ঘেঁষেনি। দ্রুত স্থান ত্যাগ করেছে বলে সূত্রের খবর। কাঁথির বুকে এমন ঘটনা বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে এই জেলায় বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যেই জয়ের ফলাফল সামনে আসতেই আনন্দ–উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী–সমর্থকেরা। সবুজ আবিরে ছেয়ে যায় কাঁথির মাঠ–ঘাট–সড়ক। তারপর আনন্দে আতশবাজি ফাটিয়ে গোটা এলাকা পরিক্রমণ করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই কাঁথিতেই রয়েছে শান্তিকুঞ্জ। যেখানে থাকেন অধিকারী পরিবার।