তৃণমূল এবার ৬টি কেন্দ্রেই জয় পেয়েছে। কিন্তু মাদারিহাট যেন তৃণমূলকে বাড়তি আনন্দ দিল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ও এক্স হ্যান্ডেলে লিখেছেন, মাদারিহাটের মানুষকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, প্রথমবার এই কেন্দ্রে আমাদের জেতানোর জন্য।
মাদারিহাট। বাংলায় ক্ষমতায় আসার পর থেকে এই বিধানসভা কেন্দ্রে কিছুতেই খাতা খুলতে পারত না তৃণমূল। নানাভাবে চেষ্টা করেছে তৃণমূল। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তবে এবারের উপনির্বাচন যেন সব কিছুকে একেবারে ওলটপালট করে দিল। মাদারিহাট হাতছাড়়া হল বিজেপির। এই কেন্দ্রে বিজেপি পেয়েছে ৩৪.৮৩ শতাংশ ভোট। গত লোকসভা ভোটের তুলনায় বিজেপি এবার ১৫ শতাংশ কম ভোট পেয়েছে। এই কেন্দ্রে পরাজয় বিজেপির কাছে যথেষ্ট অস্বস্তির।
আর তার থেকেও এখন বিজেপির কাছে অস্বস্তির হলেন জন বার্লা। একসময়ে তিনি ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। বিজেপির কাছে চোখের মণি। মাদারিহাটে বিজেপিকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে রাখার পেছনে আদিবাসী বিকাশ পরিষদের এই প্রাক্তন নেতা জন বার্লার ভূমিকা ছিল কিছু কম ছিল না। একদিকে জন বার্লা আর অপরদিকে মনোজ টিগ্গা। দুই জোড়া নেতার সামনে দাঁড়াতে পারত না তৃণমূল। কিন্তু গত লোকসভা ভোটে টিকিট পাননি জন বার্লা। তারপর থেকেই বিক্ষুব্ধ হয়ে যান তিনি। আর এবার তো একেবারে ভোটের আগে তাঁকে তৃণমূলের নেতাদের সঙ্গে বৈঠক করার কথাও শোনা গিয়েছিল।
এদিকে মাদারিহাটে কান পাতলেই এখন শোনা যাচ্ছে, জন বনাম মনোজ টিগ্গার লড়াইয়ের কথা। কার্যত মনোজ টিগ্গাকে জব্দ করতেই এবার ময়দানে নেমে পড়েছিলেন জন বার্লা। কখনও প্রকাশ্যে। কখনও আড়ালে। আর ভোট মিটতেই জন বার্লা বলছেন, ওয়ান ম্যান আর্মির মতো দল চালানো হচ্ছে আলিপুরদুয়ারে। চা বাগানে নেতাদের গুরুত্ব দেয় না। কলকাতায় বসে, দিল্লিতে বসে, দল চালায়। কলকাতায় বসে দল চালালে এটাই হয়। জেলা সভাপতি, রাজ্য সভাপতির সিদ্ধান্তের কারণেই এমন হার হল।
তবে বিজেপি নেতৃত্ব মানছে এলাকায় রাজ্য সরকারের একাধিক উন্নয়ন প্রকল্প তৃণমূলকে বাড়তি সুবিধা দিয়েছে। চা শ্রমিকদের পাট্টা দেওয়া, চা শ্রমিকদের সন্তানদের জন্য ক্রেশের ব্যবস্থা করা, চা সুন্দরী প্রকল্প, চা শ্রমিকদের পি এফের জন্য় আন্দোলন সহ একাধিক কর্মসূচি এগিয়ে দিয়েছে ঘাসফুলকে। অন্যদিকে এলাকায় সংগঠনের ভিত ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছিল বিজেপির। যেদিকে নজর দিতে পারেননি বিজেপি নেতৃত্ব। তার ফলও মিলেছে হাতেনাতে। তবে এবার জন বার্লার রাজনৈতিক অবস্থান কী হয় সেটাই দেখার।