প্রেমের জালে ফাঁসিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। নাবালিকার প্রেমিক ও বন্ধুরা মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে গভীর রাতে অশোকনগরে কংগ্রেস কাউন্সিলরের বাড়ি থেকে মাত্র ৩০ মিটার দূরে এই গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ ৬ ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে। নির্যাতিততা এবং অভিযুক্ত সকলেই অশোকনগরের বাসিন্দা।
আরও পড়ুন: শিলিগুড়িতে বিয়েবাড়ি থেকে চা বাগানে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ, ধৃত ৫
বৃহস্পতিবার গভীর রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা যায়, অশোকনগরেরই বাসিন্দা এই নাবালিকাকে প্রথমে প্রেমের জালে ফাঁসায় এক ওই নাবালক। এরপর বৃহস্পতিবার রাতে এলাকার একটি স্কুলে অন্ধকার জায়গা নিয়ে আসে। সেখানে প্রথমে নাবালিকাকে মদ্যপান করায়। এরপরে ওই নাবালক ডেকে নেয় তার আরও দুই বন্ধুকে। এরপর তিন বন্ধু মিলে গণধর্ষণ করে নাবালিকাকে। কোনও মতে নাবালিকা সেখান থেকে পালিয়ে গভীর রাতে বাড়ি পৌঁছয়। বিষয়টি সে পরিবারের সদস্যদের জানায়।
ঘটনায় পরিবারের তরফে অশোকনগর থানায় শুক্রবার দুপুরে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। তার ৬ ঘণ্টার মধ্যেই অশোকনগর থানার পুলিশ অভিযান চালিয়ে তিন অভিযুক্ত নাবালককে গ্রেফতার করে। এরপরে এসডিপিও হাবরা, সিআই হাবরা, আইসি হাবরা এবং অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামনি নস্করের উপস্থিতে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নমুনা সংগ্রহ করেছে পুলিশ। উল্লেখ্য, ঘটনাস্থল থেকে কংগ্রেস কাউন্সিলর তারক দাসের বাড়ি মাত্র ৩০ মিটার দূরে অবস্থিত। কাউন্সিলরের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এমন ঘটনায় প্রশ্ন তুলছেন অশোকনগরের স্থানীয় বাসিন্দারা।