প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। এই উপলক্ষে পুণ্যস্নান করতে সেখানে জড়ো হয়েছেন লক্ষ লক্ষ ভক্ত। তবে বুধবার ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে সেখানে। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের। এছাড়াও আহত হয়েছেন ৬০ জন। তার মধ্যে বাংলার পুণ্যার্থীরাও রয়েছেন। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, কুম্ভ মেলায় বাংলার ৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এছাড়াও, ৮ জন নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: 'দেহের অবস্থা ভালো না', মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু কলকাতার বৃদ্ধারও
সূত্রের খবর, মৃত ৬ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে পদপিষ্ট হয়ে এবং বাকি ৩ জন ভিড়ে যে অসুস্থ হয়ে মারা গিয়েছেন। এদিকে, মৃতদের পরিবারের অভিযোগ, ডেথ সার্টিফিকেট না দিয়েই এবং দেহ ময়নাতদন্ত না করেই পাঠিয়ে দেওয়া হচ্ছে। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, মৃত ও নিখোঁজদের তালিকা তৈরি করে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করবে নবান্ন। ইতিমধ্যেই মুখ্যসচিব মনোজ পন্থ উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে কথা বলছেন বলে জানা গিয়েছে।
প্রয়াগরাজের মহাকুম্ভে বাংলার মৃতদের তালিকা:
সরকারি সূত্রে জানা যাচ্ছে, মৃতদের মধ্যে রয়েছেন কলকাতার অশ্বিনীনগরের প্রৌঢ়া বাসন্তী পোদ্দার (৬৫)। এছাড়াও রয়েছেন- শিলিগুড়ির অমল পোদ্দার (৫৪), কোচবিহারের মিঠুন শর্মার (৩২), মালদার বৈষ্ণবনগরের অমিয় সাহা (৩৩)। তিনি প্রাথমিক শিক্ষক ছিলেন। এছাড়াও, মৃতদের মধ্যে রয়েছেন পশ্চিম মেদিনীপুরের শালবনির ঊর্মিলা ভুঁইয়া (৭৫) এবং পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার বাসিন্দা বিনোদ রুইদাস।