লোকালয়ে হাতির হামলা ঠেকাতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে বন দফতর। তা সত্ত্বেও যেন বন্ধ করা যাচ্ছে না হাতির হামলা। আর তার ফলে রাজ্যে গজরাজের হানায় মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে। ফের হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে। জেলার মাদারিহাট ব্লকে একই দিনে বুনো হাতির হামলায় মৃত্যু হল দুজনের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে ঘটনায় বন বিভাগের গাফিলতিকেই দায়ী করেছেন স্থানীয়রা।
আরও পড়ুন: সকালে উঠে বাড়ির বাইরে বেরোতেই বিপত্তি, সামনে পেয়ে বৃদ্ধকে পিষে মারল হাতি
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার মাদারিহাট ব্লকের বাসিন্দা নিতু পাইক এবং এতয়া খড়িয়ার মৃত্যু হয়েছে (৬০)। জানা যায়, নিতু পাইক ধুমচিপাড়া চা বাগান এলাকার বাসিন্দা। শনিবার দুপুরে এলাকায় ঘাস কাটতে বেরিয়েছিল। কিন্ত রাত হয়ে গেলে ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। তাঁকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। তারপর তারা দেখতে পান, চা বাগানে বুনো হাতির দল ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকেই নিতুর রক্তাক্ত দেহ উদ্ধার করেন তারা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সেখানে হাতির দল ঘুরে বেড়াচ্ছিল ফলে হাতির হামলাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি মাদারিহাট ব্লকে হাতির হামলা বৃদ্ধি পেয়েছে।