দৈত্যগুরু শুক্রের আলাদা মাহাত্ম্য রয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে শুরু করবেন শুক্রের অবস্থানের সামান্য বদলের জেরে। আর কয়েকদিন পরই দৈত্যগুরু শুক্রের গোচর রয়েছে। কাদের ভাগ্যে উন্নতি রয়েছে সেই গোচরের পলে দেখে নিন।
মিথুন
শু ক্র গ্রহ আপনার রাশিতে সঞ্চরণ করতে চলেছেন। ফলে আপনার ভ্যক্তিত্বে আসবে আলাদা উজ্জ্বলতা। আত্মবিশ্বাসে বৃদ্ধি আসতে থাকবে। ইচ্ছা পূরণ হতে পারে এই সময়। অনেক তাবড় ব্যক্তিত্বের সহযোগিতা পেতে পারেন এই সময়। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। আটকে থাকা কোনও টাকা এবার হাতে আসতে পারে। আয়ের নতুন নতুন রাস্তা খুলে যাবে। অংশীদারির কাজে লাভ পাবেন।
কুম্ভ
শুক্র গ্রহ আপনার গোচর কুণ্ডলীতে পঞ্চমস্থানে বিচরণ করছেন। ভাগ্যোদয়ের যোগ দেখা যাবে। প্রেম জীবন আগের থেকে ভালোর দিকে যাবে। প্রেমে পাবেন সাফল্য। এই সময় কিনতে পারবেন গাড়ি, বাড়ি। আপনার ভাগ্যোদয় হতে পারে। চাকরিরতরা সিনিয়রদের সহযোগিতা পাবেন। পদোন্নতির সুযোগ আসবে। মা আর শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কে উন্নতি দেখা দেবে।
( আমেরিকায় ধৃত ২ পাকিস্তানি, রয়েছে কোন অভিযোগ? মুখ খুললেন FBI চিফ কাশ প্যাটেল)
( চট্টগ্রাম বন্দর নিয়ে সরব হাসিনাও! বাংলাদেশে পারদ চড়তেই মুখ খুললেন ইউনুসের প্রেস সচিব)
( পাকিস্তানে শেরিফের সরকার ‘পুতুল’, কথা হতে পারে ‘আসল ক্ষমতায় থাকা…’, কোন ইঙ্গিত ইমরানের?)
তুলা
এই গোচর তুলা রাশির জন্য লাভদায়ী হবে। আপনার রাশিতে নবমভাবে সঞ্চরণ করছেন শুক্র। পাবেন ভাগ্যের সমর্থন। কাদের সূত্রে কোথাও যেতে পারবেন। ধনলাভের যোগ তৈরি হবে। আপনি এই সময় কোনও ধার্মিক বা মাঙ্গলিক কাজে যোগ দিতে পারেন। যাঁরা চাকরি বদল করতে চান, তাঁরা পাবেন লাভ। সম্পত্তি সংক্রান্ত কিছু বিষয় অনুকূল হবে আপনার জন্য।
( প্রকাশ্যে ভোটের নির্ঘণ্ট! কালীগঞ্জ সহ একাধিক রাজ্যে ৫ বিধানসভায় উপনির্বাচনের দিন ঘোষণা ECর)
(কেরলে আগেভাগে বর্ষা এন্ট্রি নিতেই আজ রেড অ্যালার্ট! বাংলায় বৃষ্টির পূর্বাভাস কী?)
শুক্রের গোচরে কবে?
শুক্রের গোচর রয়েছে ২৬ জুলাই, ২০২৫। সেই দিনই মিছুন রাশিতে প্রবেশ করতে চলেছেন শুক্র। যার প্রভাব সব রাশিতে পড়তে চলেছে। তারফলে বহু রাশির জাতক জাতিকার ভাগ্যে উন্নতির রেখা স্পষ্ট হবে।