জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের মাহাত্ম্য অপরিসীম। শনিদেবের অবস্থানে একটুও ওলট পালট হলে তা বহু রাশির জাতক জাতিকাদের জীবনে বড়সড় প্রভাব বিস্তার করতে পারে। এই শনিদেব খুবই ধীর গতিতে চলেন। ফলে তাঁর তলনের প্রভাব সব রাশিতে বহু দিন ধরে থাকে। এদিকে, চলতি বছরের শেষে শনি পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করছে। গুরুর নক্ষত্রে শনির প্রবেশর ফলে বহু রাশিতে তার প্রভাব পড়বে। কবে রয়েছে শনির এই নক্ষত্র গোচর? তার আগে দেখা যাক, লাকি রাশির তালিকা।
মেষ
শনির অবস্থানের জেরে এই রাশির জাতক জাতিকারা কোনও না কোনওভাবে ধনপ্রাপ্তিতে আনন্দ পাবেন। হঠাৎ করে হতে পারে ধনপ্রাপ্তি। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এবার সম্পন্ন হতে পারে। কোনও ইচ্ছা যা অনেক দিন ধরে মনের মধ্যে রয়েছে, তা সম্পন্ন হতে পারে। ঘর, সম্পত্তি বা গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। যাঁরা স্বার্থপর তাঁদের থেকে সাবধান। আপনার থেকে তাঁরা সুবিধা নিয়ে চলে যেতে পারেন।
( Surya Gochar Lucky Rashi:খুব শিগগির সূর্যদেব এন্ট্রি নিতে চলেছেন ধনুতে! মান, সম্মান, টাকায় সৌভাগ্য বর্ষণ ৩ রাশিতে)
(Serial Killer Arrest: এক মাসে ৫ খুন, ধর্ষণ! ২০০০ CCTV ফুটেজ হাতিয়ার করে অভিযুক্তকে পাকড়াও বাংলা সহ ৬ রাজ্যের পুলিশের )
কন্যা
ব্যবসার জন্য শনির এই নক্ষত্র পরিবর্তন বেশ লাভদায়ী। সুখ সবিধা বাড়তে পারে এই সময়। কর্মক্ষেত্রে বিপুল সাফল্য পেতে আরম্ভ করবেন। নিজের প্রতিদ্বন্দ্বীদের কড়া টক্কর দিতে পারবেন আপনি। আপনি সঞ্চয় করতে সফল হবেন। প্রেম জীবন ভালো কাটবে। পার্টনারের সঙ্গে সময় ভালো যাবে।