২৬ ফেব্রুয়ারি দুপুর ৩.৪৯ মিনিটে দেবগুরু বৃহস্পতির রাশি ছেড়ে শনি প্রধান মকরে প্রবেশ করতে চলেছে মঙ্গল। দেব সেনাপতি মঙ্গলের এই গমন ঘিরে জ্যোতিষমতে একাধিক প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। শনি,মঙ্গল ও বুধের এই যুতি বিভিন্ন রাশিতে বিভিন্ন ধরনের প্রভাব ফেলতে পারে। কোনও রাশিতে এর প্রভাব খারাপ, তো কোনও রাশিতে এর প্রভাব ভালো। মঙ্গলের এই পরিবর্তনে সিংহ, বৃশ্চিক আর মীন রাশিতে প্রভূত ইতিবাচক প্রভাব পড়বে। অগ্নিতত্ত্ব অনুযায়ী প্রাণিজগতে জীবনীশক্তি প্রদান করে মঙ্গল। মঙ্গলের এই গোচের ফলে কোন রাশিতে কেমন প্রভাব পড়বে দেখে নেওয়া যাক।
মেষ
মেষ রাশির জাতক জাতিকারা এই সময়ে অসাফল্যের মুখ দেখতে পারেন। বহুদিনের পরিশ্রম বিফলে যেতে পারে।উচ্চপদস্থ কর্তারা এতে অখুশি হতে পারেন।
বৃষ
সম্পত্তি নিয়ে বিবাদের মধ্যে পড়ে যেতে পারেন আপনারা। বহু দিন ঘুম না হওয়ার ফলে শরীর দুর্বল হতে পারে। হেরে যাওয়া নিয়ে ভয় থেকে যাবে। এমন সময়ে ধনসম্পত্তিতে আঘাত লাগতে পারে।
মিথুন
দুর্ঘটনা ঘিরে আশঙ্কা থেকে যাবে এই সময়ে। জ্বর জ্বালার মধ্যে দিয়ে কাটবে এই সময়। অযথা টাকা পয়সা খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
কর্কট
এই সময়কালে স্ত্রীয়ের সঙ্গে দাম্পত্য কলহ লেগে থাকবে। এছাড়াও পার্টানারশিপের ব্যবসা রয়েছে এমন কারোর সঙ্গে সমস্যা তৈরি হবে। চোখের কষ্টে ভুগতে হবে। হতে পারে পেটের ব্যথা।
সিংহ
সিংহ রাশির জাতক জাতিকারা মঙ্গল গোচরের ফলে শুভ সময় দেখবেন। এমন সময়ে আপনার শত্রুদের বিনাশ হবে। বহুদিনের বিবাদে জয় পেয়ে যাবেন। আসবে ধনসম্পত্তি, সব ধরনের উদ্যোগে সাফল্য দেখবেন।
কন্য়া
সন্তানের বিভিন্ন সমস্যা থেকে ঝগড়ার সঞ্চার হতে পারে জীবনে। এই সময়ে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুদের সঙ্গে উগ্র ব্যবহারের জেরে আসতে পারে বিপদ।
তুলা
অনাবশ্যক ভয়ে আপনারা থেকে যাবেন। কী থেকে এই ভয়ের উৎস তা জানা যাবে না সহজে। একইসঙ্গে থেকে যাবে পেটের গোলমাল।
বৃশ্চিক
বহুদিন আটকে থাকা টাকা হাতে পাবেন। লাগাতার সাফল্যের চূড়ায় থাকবেন আপনারা।
ধনু
খারাপ কথা বলার জন্য অনেকেরই চক্ষশূল হতে পারেন আপনি। এই সময়কালে সাবধানে কথা বার্তা বলুন। মানসিক ভ্রমের শিকার হতে পারেন এই সময়ে। এছাড়াও সম্পত্তিহানির সম্ভাবনা থাকতে পারে।
মকর
অগ্নির সঙ্গে সম্পর্কিত কোনও অসুখে কষ্ট পেতে পারেন আপনি। এই সময় বাহন থেকে দুর্ঘটনা ঘটতে পারে। অযথা জেদের জেরে খারাপ হতে পারে কাজ।
কুম্ভ
যে কাজে হাত দেবেন, সেই কাজেই বাধা পেতে পারেন। এই সময় পরিশ্রম বেশি, ফলাফল কম পেতে পারেন আপনি। বেশি রাগ, জেদের ফলে সংসারে অশান্তির কারণ হতে পারেন আপনারা।
মীন
অচমকা ধনসম্পত্তি পেতে পারেন আপানারা। সন্তানের প্রাপ্য সম্মানে আপনি সুখ লাভ করতে পারেন। পড়ুয়ারা উচ্চশিক্ষায় লাভ পেতে পারেন। এই সময়কালে সম্পত্তি কেনা হতে পারে। পেতে পারেন পুরস্কার।