বাস্তু শাস্ত্র: কাউকে ভুলেও দেবেন না এমন উপহার! Updated: 07 Jun 2020, 09:30 AM IST Priyanka Ram আমরা অনেক সময় এমন কিছু জিনিস উপহার হিসেবে দিয়ে ফেলি, যা দেওয়া উচিত নয়। বাস্তু শাস্ত্র অনুযায়ী এতে দু'পক্ষের ক্ষতি হতে পারে। আবার বাস্তুনিয়ম অনুযায়ী, কিছু উপহার নিজের পাশাপাশি সেই ব্যক্তির জীবনেও সুখাগমন ঘটায়।