জ্যোতিষশাস্ত্রমতে চতুগ্রহী যোগ খুবই লাকি একাধিক রাশির জন্য। আসন্ন সময়ে শুক্র, বুধ, শনি, সূর্যের একত্রিত হওয়ার ফলে চতুর্গ্রহী যোগ তৈরি হবে। তারফলে তৈরি হবে শুভ যুতি। যার ফলে কিছু রাশি ধন সম্পত্তি সহ নানান দিক থেকে লাকি হবে। এই চতুর্গ্রহী যোগের ফলে কিছু রাশির ভাগ্যে সম্পত্তি, উন্নতি, সাফল্যের রাস্তা খুলতে পারে। কিছু রাশির জাতক জাতিকাদের প্রমোশনের রাস্তাও খুলে যেতে পারেন। কারা কারা লাকি হতে পারেন, এই যোগের ফলে দেখে নিন।
কর্কট
চতুর্গ্রহী যোগ আপনার গোচর কুণ্ডলীতে নবম স্থানে রয়েছে। ফলে কেরিয়ার ও ব্যবসা এগিয়ে যেতে পারে। ধার্মিক ও সামাজিক কোনও কাজে কর্মে রুচি বাড়তে পারে। কাজের সূত্রে দেশ বিদেশে কোথাও যেতে পারেন। কোনও লগ্নির ফলে ধনলাভের আশা তারি হতে পারে। পুরনো আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে পারে। ফলে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা সব দিক থেকে হবে।
ধনু
চতুর্গ্রহী যোগ তৈরির ফলে ধনু রাশির জাতক জাতিকারাও বহুদিন পর কঠিন সময় কাটিয়ে বের হতে পারেন। এই সময় আপনার ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য আগের থেকে ভালো হবে। গাড়ি বা বাড়ি এই সময় কিনতে পারেন। জমি, বাড়ি, খাওয়া দাওয়া, মেডিক্যালের সম্পর্কিত ব্যবসায় এই সময় লাভ আসতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক আগের থেকে অনেক ভালো হবে। কর্মস্থলে আপনার পরিশ্রম, প্রতিভার প্রশংসা শুনেত পারেন। প্রমোশনের যোগও উজ্জ্বল!
মীন
এই যোগ আপনার রাশিতে লগ্নভাবে হবে। সমাজে আপনার জনপ্রিয়তা হু হু করে বাড়তে পারে। এই সময় মান সম্মান ও প্রতিষ্ঠার প্রাপ্তি হবে। আপনার রচনাত্মক ও নির্ণয় নেওয়ার ক্ষমতা খুবই ভালোর দিকে যাবে। সাফল্য সব দিক থেকে আসবে। উচ্চ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক তৈরির ক্ষেত্রে পরিষ্কার হতে পারে। পদোন্নতির যোগও থাকতে পারে বলে জ্যোতিষ ভবিষ্যদ্বাণীতে দেখা যাচ্ছে। কোনও নতুন প্রজেক্ট শুরু করতে পারেন, তাতে সাফল্য পাবেন। এবার অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হতে পারে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )