Sri Lanka celebrates Asia Cup win: বিষাদের শ্রীলঙ্কায় ফিরল উচ্ছ্বাস, শানাকাদের এশিয়া কাপ জয়ে কাটল অন্ধকার
শ্রীলঙ্কার মানুষের মুখে আবারও হাসি ফিরিয়ে আনলেন দাসুন শানাকারা। রবিবার শানাকারা এশিয়া কাপ জয়ের পর উচ্ছ্বাসে ফেটে পড়ল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে আনন্দে মেতে ওঠেন আমজনতা। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -