বাংলা নিউজ >
দেখতেই হবে >
ছেলে রণবীরের বিয়ের পর খোশ মেজাজে নীতু! শ্যুটিং সেট-এ ফিরেই হাত তুলে কী দেখালেন?
Updated: 16 Apr 2022, 10:55 PM IST
লেখক Sritama Mitra
সদ্য বরণ করেছেন তাঁর পুত্রবধূকে। বাড়িতে রাজকীয় মে... more
সদ্য বরণ করেছেন তাঁর পুত্রবধূকে। বাড়িতে রাজকীয় মেজাজে হয়েছে ছেলে রণবীরের সঙ্গে আলিয়া ভাটের বিয়ে। তবে বিয়ে পর্ব সম্পন্ন করেই ফের পেশার জগতে ফিরলেন নীতু কাপুর। রণবীর আলিয়ার বিয়ের পর তিনি ফের একবার শ্যুটিং-এ। মুম্বইতে 'হুনরবাজ-দেশ কি শান' শো-য়ের শ্যুটিংয়ে দেখা গেল রণবীর কাপুরের মা তথা অভিনেত্রী নিতু কাপুরকে। সেট-এ প্রবেশের আগে দূর থেকে তিনি হাত তুলে দেখাতে থাকেন তাঁর মেহেন্দি। মনে করিয়ে দেন ছেলে রণবীরের বিয়ের প্রসঙ্গ। এদিন চেনা খোশ মেজাজে দেখা গেল নীতু কাপুরকে।