Updated: 10 Apr 2020, 06:47 PM IST
HT Bangla Correspondent
করোনা সংক্রমণ রুখতে গোটা দেশে বন্ধ রয়েছে চার্চ। তবে শুক্রবার গোটা বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ পালন করল 'গুড ফ্রাইডে'। মহামারীর জেরে চার্চে যাওয়ার রাস্তা বন্ধ তাই ভারতীয় খ্রিস্টানরা অনলাইনেই সেরে নিলেন গুড ফ্রাইডের প্রার্থনা। মুম্বই, কেরালা এবং দেশের অনান্য প্রান্ততেও একই ছবি ধরা পড়েছে। প্রত্যেক চার্চের তরফে আর্জি জানানো হয়েছিল ঘরে থেকেই এই পবিত্র দিনটি পালন করবার। আজকের দিনেই ৩৩ খ্রিস্টাব্দে মতান্তরে ৩৪ খ্রিস্টাব্দে ক্রুশবিদ্ধ করা হয়েছিল যিশু খ্রিস্টকে।