উইম্বলডনের আসরে দুর্দান্ত মাইলস্টোন ছুঁলেন নোভাক জকোভিচ। মেনস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে জয় তুলে নেওয়া মাত্রই ছেলে ও মেয়েদের মিলিয়ে বিশ্বের মাত্র তৃতীয় টেনিস তারকা হিসেবে অনবদ্য এক নজির গড়েন জোকার।
আসলে বিশ্বের তৃতীয় টেনিস তারকা হিসেবে ৩৫০টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করেন জকোভিচ। তাঁর আগে এই মাইলস্টোনে পৌঁছতে পেরেছেন মাত্র দু'জন তারকা, যাঁরা ইতিমধ্যেই অবসরের গ্রহে। ছেলেদের টেনিসে রজার ফেডেরার সব থেকে বেশি ৩৬৯টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতেছেন।
এছাড়া মেয়েদের টেনিসে একমাত্র সেরেনা উইলিয়ামসের রয়েছে এই নজির। তিনি বর্ণোজ্জ্বল কেরিয়ারে মোট ৩৬৫টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতেছেন। জকোভিচ অদূর ভবিষ্যতেই সেরেনা ও ফেডেরারকে পিছনে ফেলে সব থেকে বেশি গ্ল্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের নিরিখে তালিকার শীর্ষে উঠে আসতে পারেন।
সার্বিয়ান তারকা দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট সেটে উড়িয়ে দেন আবাছাই অজি টেনিস তারকা জর্ডন থম্পসনকে। যদিও ১টি সেট টাই-ব্রেকারে টেনে নিয়ে যান জর্ডন। ২ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে জকোভিচ জয় তুলে নেন ৬-৩, ৭-৬ (৭-৪), ৭-৫ সেটে।
তৃতীয় রাউন্ডে তুলনায় কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কোর্টে নামতে হতে পারে দ্বিতীয় বাছাই জকোভিচকে। সুইজারল্যান্ডের স্তান ওয়ারিঙ্কা অথবা আর্জেন্তিনার থমাস মার্টিনের বিরুদ্ধে লড়াই চালাতে হবে জোকারকে।
আরও পড়ুন:- India Practice Match: পছন্দের পুল শটে ছক্কা হাঁকালেন রোহিত, ওয়েস্ট ইন্ডিজে প্র্যাক্টিস ম্যাচে সস্তায় আউট কোহলি- ভিডিয়ো
এর আগে মেনস সিঙ্গলসের প্রথম রাউন্ডে জকোভিচ হারিয়ে দেন আর্জেন্তিনার পেদ্রো কাশিনকে। সেই ম্যাচেও ১টি সেট টাই-ব্রেকারে গড়ায়। ২ ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ে জোকার প্রথম রাউন্ডের ম্যাচ জেতেন ৬-৩, ৬-৩, ৭-৬ (৭-৪) সেটে।
বুধবার মেনস সিঙ্গলসের প্রথম রাউন্ডে জয় তুলে নিয়েছেন তৃতীয় বাছাই দানিল মেদভেদেভ। তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন ইতালির জানিক সিনার। প্রথম রাউন্ডের বাধা টপকেছেন গ্রিসের স্টেফানোস সিসিপাস।
আরও পড়ুন:- BAN vs AFG: ব্যাট হাতে আয়ারাম-গয়ারাম শাকিবরা, ঘরের মাঠে আফগানিস্তানের কাছে ধরাশায়ী বাংলাদেশ
এছাড়া ইতিমধ্যেই মেনস সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষবাছাই স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ, ফ্রান্সের আলেকজান্ডার মুলার, বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভ, চেক প্রজাতন্ত্রের জিরি ভেসেলি, ব্রিটেনের অ্যান্ডি মারে, কানাডার ডেনিস শাপোভালোভ, স্পেনের জাউমি মুনার প্রমুখ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।