এখনও শুরুই হয়নি টি-২০ বিশ্বকাপ। ইতিমধ্যেই চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ক্রিকেটারদের তালিকা দীর্ঘ হয়ে দাঁড়িয়েছে। ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে বিশ্বকাপের স্কোয়াডে থাকা একাধিক দলের একাধিক তারকার।
সুতরাং, টুর্নামেন্ট চলাকালীন আরও কিছু তারকা ক্রিকেটারকে বিশ্বকাপের বাইরে ছিটকে যেতে দেখা যেতে পারে। ইতিমধ্যেই টুর্নামেন্টের বাইরে চলে গিয়েছেন যে সব তারকা ক্রিকেটার, তাঁদের নিয়ে অত্যন্ত শক্তিশালী একটি দল গড়ে নেওয়া যায় অনায়াসে।
জসপ্রীত বুমরাহ: পিঠের চোটে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যান টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরাহ। তাঁর পরিবর্তে জাতীয় নির্বাচকরা মহম্মদ শামিকে ভারতীয় স্কোয়াডে ঢুকিয়ে দেন।
রবীন্দ্র জাদেজা: ফিট থাকলে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে অটোমেটিক চয়েজ হতেন রবীন্দ্র জাদেজা। তবে হাঁটুতে অস্ত্রোপচার করাতে হওয়ায় তাঁর নাম বিশ্বকাপের জন্য বিবেচিত হয়নি।
দীপক চাহার: মূল স্কোয়াডে ছিলেন না। তবে টি-২০ বিশ্বকাপের জন্য ভারতের রিজার্ভ ক্রিকেটারদের তালিকায় নাম ছিল দীপক চাহারের। তারকা পেসার শেষমেশ পিঠের চোটেই বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে যান।
উসমান কাদির: পাকিস্তানের লেগ-স্পিনারের আঙুলে চিড় ধরেছে। তাঁর বদলে রিজার্ভের তালিকা থেকে পাকিস্তানের মূল স্কোয়াডে ঢুকে পড়েছেন ফখর জামান। উসমান বিশ্বকাপ থেকে ছিটকে না গেলেও চলে গিয়েছেন রিজার্ভ ক্রিকেটারদের তালিকায়।
রাসি ভ্যান ডার দাসেন: বাঁ-হাতের কড়ে আঙুল ভাঙায় দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে বিবেচিত হয়নি রাসি ভ্যান ডার দাসেনের নাম। ফিট থাকলে তাঁকে নিশ্চিতভাবেই দেখা যেত টি-২০ বিশ্বকাপে।
ডোয়েন প্রিটোরিয়াস: ভারত সফরে এসে বাঁ-হাতের বুড়ো আঙুল ভাঙায় টি-২০ বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে যান দক্ষিণ আফ্রিকার নির্ভরযোগ্য অল-রাউন্ডার ডোয়েন প্রিটোরিয়াস। তাঁর বদলে রিজার্ভ ক্রিকেটারদের তালিকা থেকে মূল স্কোয়াডে ঢুকে পড়েন মারকো জানসেন।
জনি বেয়ারস্টো: গলফ খেলতে গিয়ে বড়সড় চোট পান জনি বেয়ারস্টো। ফলে শুধু বিশ্বকাপ থেকেই নয়, বরং চলতি বছরে আর মাঠে নামতে পারবেন না ব্রিটিশ তারকা।
ক্রেগ ইয়ং: আয়ারল্যান্ডের অভিজ্ঞ বোলার ক্রিগ ইয়ং পুরনো চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে যান। তাঁর বদলে দলে ঢোকেন গ্রাহাম হিউম।
শিমরন হেতমায়ের: চোটের জন্য নয়, বিমান মিস করার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েন শিমরন হেতমায়ের। তাঁর বদলে দলে ঢোকেন শামারাহ ব্রুকস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।