শুভব্রত মুখার্জি: আসন্ন ইউএস ওপেনের পরপরেই অবসর নেবেন বলে আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন কিংবদন্তি টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। ২৩ বারের গ্রান্ড স্ল্যামজয়ীর অবসরে নিঃসন্দেহে এক যুগের অবসান ঘটবে টেনিসে। লন টেনিসের ইতিহাসে বিশেষ করে মহিলা টেনিসের ইতিহাসে সেরেনা উইলিয়ামসের অবদান অনস্বীকার্য। আর তার সেই অবদানকেই সম্মান জানিয়েছেন পুরুষ টেনিসের কিংবদন্তি রাফায়েল নাদাল। চোট সারিয়ে কোর্টে ফিরেই খেলার প্রতি সেরেনার অবদানের কথা মাথায় রেখে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন নাদাল।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের 'ভুলেই' হাতছাড়া, বিশ্বকাপ ফাইনালে শিক্ষা দিয়েছিলেন স্টোকস, হতাশ টেলর
ওয়েস্টার্ন এবং সাউদার্ন ওপেনে প্রত্যাবর্তনের পরে নাদাল জানিয়েছেন, 'আমাদের অনেক স্মৃতি রয়েছে। ও (সেরেনা) সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদদের একজন। আমি সৌভাগ্যবান যে ট্যুরে দীর্ঘ সময়টা ওর সঙ্গে কাটাতে পেরেছি। এটা খুব দুঃখজনক যে ও অবসর নিতে চলেছে। তবে ও যেভাবে খেলাটার প্রতি নিজের অবদান রেখেছে তাতে করে ওকে আমার ধন্যবাদ জানানোর আমার কোনও ভাষা নেই।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।