বুধবার নর্দাম্পটনশায়ারের হয়ে সামারসেটের বিরুদ্ধে ওয়ান ডে কাপের ম্যাচে ২৪৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন পৃথ্বী শ। সেই সুবাদে তিনি গড়ে ফেলেন অন্তত ১০টি ব্যক্তিগত নজির। চোখ রাখা যাক তালিকায়।
১. লিস্ট-এ ক্রিকেটে নিজের কেরিয়ারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের নজির গড়েন পৃথ্বী। এর আগে ২০২১ সালে বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের হয়ে পুদুচেরির বিরুদ্ধে ২২৭ রান করে অপরাজিত ছিলেন পৃথ্বী। এতদিন সেটাই ছিল ৫০ ওভারের ক্রিকেটে তাঁর সেরা পারফর্ম্যান্স।
২. ইংল্যান্ডের ওয়ান ডে কাপে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন পৃথ্বী। তিনি ভেঙে দেন ওলি রবিনসনের নজির। ২০২২ সালে কেন্টের বিরুদ্ধে ২০৬ রানের অনবদ্য ইনিংস খেলেন রবিনসন।
৩. ইংল্যান্ডের লিস্ট-এ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন পৃথ্বী। ২০০২ সালে সারের হয়ে অলি ব্রাউন সেল্টেনহ্যাম অ্যান্ড গ্লস্টার ট্রফিতে গ্ল্যামারগনের বিরুদ্ধে ২৬৮ রান করেন। তালিকায় তাঁর পরেই জায়গা করে নেন পৃথ্বী।
৩. সার্বিকভাবে ৫০ ওভারের ক্রিকেটে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস খেলা ব্যাটসম্যানদের তালিকায় ছয় নম্বরে জায়গা করে নেন পৃথ্বী শ। লিস্ট-এ ক্রিকেটে তাঁর থেকে বেশি রান করেছেন কেবল নারায়ণ জগদীশান (২৭৭), অলি ব্রাউন (২৬৮), রোহিত শর্মা (২৬৪), ডার্সি শর্ট (২৫৭) ও শিখর ধাওয়ান (২৪৮)।
আরও পড়ুন:- IND vs PAK Asian Champions Trophy: পাকিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে ভারত
৪. রোহিত শর্মার পরে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে একাধিক ডাবল সেঞ্চুরি করেন পৃথ্বী শ।
৫. চেতেশ্বর পূজারার পরে দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে কাপে ১৫০ রানের গণ্ডি টপকান পৃথ্বী।
৬. প্রথম ব্যাটার হিসেবে ২টি আলাদা দলের (মুম্বই ও নর্দাম্পটনশায়ার) হয়ে লিস্ট-এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন পৃথ্বী শ।
৭. প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের ফর্ম্যাটে ২টি আলাদা দেশে (ভারত ও ইংল্যান্ডে) ডাবল সেঞ্চুরি করেন পৃথ্বী।
৮. নর্দাম্পটনশায়ারের হয়ে লিস্ট-এ ক্রিকেটে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন পৃথ্বী।
আরও পড়ুন:- World Cup 2023 Revised Schedule: কালীপুজোর দিনে ইডেনে পাকিস্তানের খেলা নয়, বদলাল বিশ্বকাপের ৯টি ম্যাচের দিনক্ষণ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।