সন্দীপ লামিছানে এ দিন ছাপিয়ে গিয়েছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খানকে। পাঁচ বছর আগে করা রশিদের রেকর্ড শুক্রবার ভেঙে দিয়েছেন লামিছানে।
সন্দীপ লামিছানে ইতিহাল লিখে ফেললেন।
নেপালের ২২ বছরের তারকা লেগ-স্পিনার সন্দীপ লামিছানে ইতিহাস লিখে ফেললেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করলেন। শুক্রবার ওমানের বিপক্ষে এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ ম্যাচে তিনি এই কীর্তি গড়েন। এটি সন্দীপ লামিছানের ৪২ নম্বর ওডিআই ছিল।
সন্দীপ লামিছানে এ দিন ছাপিয়ে গিয়েছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার রশিদ খানকে। ২০১৮ সালের মার্চে ৪৪টি ওডিআই খেলে রশিদ ১০০টি উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছিলেন। সেটাই ছিল এত দিন বিশ্ব রেকর্ড। নেপালের সন্দীপ সেই রেকর্ডই ভেঙে দিলেন। তিনি রশিদের চেয়ে ২ উইকেট কম নিয়ে এই মাইলস্টোন স্পর্শ করলেন। ওমানের বিপক্ষে এসিসি পুরুষ প্রিমিয়ার কাপ ম্যাচে আদিল শফিকের উইকেট নিয়েই তিনি এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন।
এসিসি পুরুষ প্রিমিয়ার কাপের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল নেপাল। কুশল মাল্লার সেঞ্চুরির হাত ধরে নেপাল আরও একটি নজির গড়েন এ দিন। প্রথম বার আন্তর্জাতিক ওডিআই-এ তারা ৩০০ রানের গণ্ডি টপকান। ৮ উইকেট হারিয়ে তারা ৩১০ রান করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।