বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হওয়ার পর টিম ইন্ডিয়ার পারফর্ম্যান্স নিয়ে বিস্তর কাটা-ছেঁড়া চলছে। নিউজিল্যান্ডের সাফল্যের পাশাপাশি ভারতের ব্যর্থতার একাধিক কারণের কথা তুলে ধরছেন বিশেষজ্ঞরা।
সেই দলেই নাম লেখালেন মাইকেল বিভান। প্রাক্তন অজি তারকা সোস্যাল মিডিয়ায় ভারতের রংচটা পারফর্ম্যান্সের তিনটি কারণ তুলে ধরলেন। যে তিনটি কারণের কথা বিভান উল্লেখ করেছেন, সেগুলি হল-
প্রথমত, প্রস্তুতি ম্যাচের অভাব ধরা পড়েছে ভারতের খেলায়। ইংল্যান্ডে পা দেওয়ার পর টিম ইন্ডিয়া নিজেদের মধ্যে একটি মাত্র প্র্যাকটিস ম্যাচ খেলে।
দ্বিতীয়ত, সাউদাম্পটনের পরিবেশ নিউজিল্যান্ডের বোলারদের উপযোগী ছিল। ভারতীয় পেসারদের তুলনায় কিউয়ি পেসাররা বেশি সুবিধা পেয়েছেন।
তৃতীয়ত, ম্যাচের শেষ দিনে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছিল, যেখান থেকে ভারতের সামনে ড্র করা অথবা হারার রাস্তা খোলা ছিল। এই বিষয়টাই ভারতীয় ব্যাটসম্যানদের উপর চাপ বাড়িয়েছিল।

উল্লেখ্য, সাউদাম্পটনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মূলত ব্যাটিং ব্যর্থতার মাশুল দিয়ে হার মানতে হয় কোহলিদের। প্রথম ইনিংসে ২১৭ রানে অল-আউট হওয়া টিম ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৭০ রানে। ভারতকে ৮ উইকেটে পরাজিত করে নিউজিল্যান্ড প্রথমবার টেস্টের বিশ্বচ্যাম্পিয়ন হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।