না! আর কোনও অঘটন ঘটল না ইউএস ওপেনে। গত দু তিনদিন ধরে যে ধরণের অঘটন ঘটেই চলেছে সেটা শনিবার রাতে আর হল না। প্রত্যাশা মতোই জয় পেলেন জ্যানিক সিনার, ইগা সুয়াটেকরা। আসলে এবারের ইউএস ওপেন হয়ে উঠেছে অঘটনের প্রতিযোগিতা। কখন কোন তারকাকে সহজেই হারিয়ে দিচ্ছেন আনকোরা খেলোয়াড়রা, সেটা বুঝে ওঠা যাচ্ছে না। এই যেমন কার্লোস আলকারাজ, নোভাক জকোভিচের মতো তারকারা ইতিমধ্যেই এবারের ইউএস ওপেন থেকে ছিটকে গেছেন। তবে সেই অঘটন আর ঘটতে দিলেন না সুয়াটেক, সিনাররা। শেষ ষোলোয় পৌঁছে গেলেন চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন জ্যানিক সিনার, অন্যদিকে শেষ ষোলোয় পৌঁছালেন ইগা সুয়াটেক।
বিশ্ব টেনিস ক্রমতালিকায় ৮৭তম স্থানে থাকা ক্রিস্টোফার ও কনেলকে স্ট্রেট সেটে উড়়িয়ে দিলেন জ্যানিক সিনার। খেলার ফল ৬-১, ৬-৪, ৬-২। ২৩ বছর বয়সী সিনার দাঁড়াতেই দেননি প্রতিপক্ষকে। ম্যাচ শেষে সিনার বলছেন, ‘আমি জানতাম আমায় ভালো খেলতে হবে, আমার সার্ভ আজকে খুব ভালো হয়েছিল। নিজের পারফরমেন্সে খুশি ’।
আরও পড়ুন-পিছিয়ে ৩৫৪৪ রানে! সচিনের রেকর্ড ভাঙতে পারবেন? ECB-র প্রশ্নের মুখে কি উত্তর দিলেন রুট?
এই নিয়ে টানা চতুর্থবার ইউএস ওপেনের শেষ ষোলোয় উঠলেন সিনার। এই ম্যাচে একটিও ব্রেক পয়েন্টের শিকার হননি ইতালির তারকা। সদ্য ডোপিং নিয়ে বিতর্কে জড়ানো এই তারকা বলছেন, ‘এবারের প্রতিযোগিতায় অনেকগুলোই অঘটন ঘটে গেছে, দেখা যাক সামনে কি আসতে চলেছে। আমি এখনও পর্যন্ত প্রতিযোগিতায় টিকে থাকতে পেরে যথেষ্টই খুশি, যত বেশি সম্ভব ম্যাচ খেলার চেষ্টা করব’। শেষ ষোলোয় সিনারের প্রতিপক্ষ আমেরিকার টমি পল।
এদিকে মেয়েদের সিঙ্গলসে চারবারের ফরাসি ওপেনজয়ী ইগা সুয়াটেক সহজেই ম্যাচ জিতে নিল। রাশিয়ার অ্যানাতাশিয়া পাভলিচেঙ্কোভার বিপক্ষে স্ট্রেট সেটে জিতলেন সুয়াটেক। খেলার ফল ৬-৪, ৬-২। রাউন্ড অফ সিক্সটিনে সুয়াটেকের প্রতিপক্ষ আরেক রাশিয়ান লিউডমিলা সামসোনোভা।
আরও পড়ুন-IPL 2025-ইমপ্যাক্ট প্লেয়ার রুলের বিরোধিতায় রোহিতের পাশে জন্টি! চাইলেন বেশি রিটেনশন কার্ড…
জকোভিচ এবং আলকারাজের ছিটকে যাওয়ার পর প্রাক্তন ইউএস ওপেন চ্যাম্পিয়ন হিসেবে একমাত্র টিকে রয়েছেন দানিল মেদভেদেভ। তিনি হারালেন ফ্যাবিও কোবোলিকে ৬-৩, ৬-৪, ৬-৩ ফলে। ২০২১ সালে নোভাক জকোভিচকে হারিয়ে ফ্লাশিং মেডোয় চ্যাম্পিয়ন হয়েছিল মেদভেদেভ। পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ পর্তুগালের নুনো বর্গেস। ম্যাচ শেষে মেদভেদেভ বলছেন, ইউএস ওপেনে খেলা যথেষ্ট কঠিন। এখানে ফেভারিটের তকমা নিয়ে যে নামে, তাঁর সঙ্গেও বাকিদের ব্যবধান অত্যন্ত সামান্য।
আরও পড়ুন-ভিডিয়ো- লোপ্পা ক্যাচ মিস শাকিলের!অবাক অধিনায়ক মাসুদ! মুখে হাত দিয়ে হেসে ফেললেন আম্পায়ারও…
এদিকে আলকারাজকে হারানো বোটিচ জ্যান্ডস্কাল্পকে হারিয়ে শেষ ষোলোয় উঠলেন ব্রিটেনের জ্যাক দ্র্যাপার। শেষ ষোলোয় উঠলেন অ্যালেক্স দি মিনার এবং জর্ডন থম্পসনও। মহিলাদের সিঙ্গলসে আনাসতাসিয়া পোতাপোভাকে হারিয়ে দিলেন ক্যারোলিনা মুচোভা। পরের ম্যাচে তাঁর প্রতিপক্ষ জাসমিন পাওলিনি। ফরাসি জেসিকে পঞ্চেতকে হারালেন ক্যারোলিন ওজনিয়াকি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।