বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ভিডিয়ো- বড় দাদার মত সান্ত্বনা দিলেন ভেঙে পড়া মোহিত শর্মাকে, ধোনির আচরণে মুগ্ধ সবাই
পরবর্তী খবর
ভিডিয়ো- বড় দাদার মত সান্ত্বনা দিলেন ভেঙে পড়া মোহিত শর্মাকে, ধোনির আচরণে মুগ্ধ সবাই
1 মিনিটে পড়ুন Updated: 31 May 2023, 11:43 AM ISTSanjib Halder
আসলে, IPL 2023-এর শেষ বলের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে, যেখানে মহেন্দ্র সিং ধোনিকে গুজরাটের সব খেলোয়াড়ের সঙ্গে করমর্দন করতে দেখা যায়। ভিডিয়োতে, ধোনি যখন মোহিতের সঙ্গে করমর্দন করেন, তখন মোহিতের মাথায় ধোনিকে হাত রাখতে দেখা যায়। গুজরাটের হয়ে ফাইনালে নায়ক হয়ে যান মোহিত শর্মা।
চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৩ শিরোপা দখল করেছে। ফাইনাল ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাটকে হারিয়েছে মাহির ইয়েলো আর্মি। শেষ দুই বলে রবীন্দ্র জাদেজার ছক্কা আর বাউন্ডারি সিএসকে শিবিরকে ম্যাচ জয়ের সেলিব্রেশনের স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে। একই সময়ে, মোহিত শর্মা গুজরাটের হয়ে বল হাতে সবচেয়ে বড় নায়ক হয়ে উঠেছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম মরশুমের শেষ ওভারে মোহিত তাঁর সমস্ত কিছু দিয়েছিলেন, কিন্তু ভাগ্যের কাছে হারতে হয় তাঁকে, কারণ তাঁর ভাগ্যে নায়ক হয়ে ওঠার স্বাদ লেখা ছিল না। দলকে জয়ের দিকে নিয়ে গিয়েও জয়ী করতে না পরে ব্যর্থ হওয়ার হতাশায় ডুবে গিয়েছিলেন মোহিত শর্মা।
ম্যাচের পরে তাঁর মুখে চোখে হতাশা দেখা যাচ্ছিল। যাইহোক, এমন সময়ে ধোনি তাঁর মাথায় হাত রেখেছিলেন এবং মোহিতকে উৎসাহিত করেছিলেন। এরপরে গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক তাঁর বোলারকে জড়িয়ে ধরেছিলেন।
আসলে, IPL 2023-এর শেষ বলের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে, যেখানে মহেন্দ্র সিং ধোনিকে গুজরাটের সব খেলোয়াড়ের সঙ্গে করমর্দন করতে দেখা যায়। ভিডিয়োতে, ধোনি যখন মোহিতের সঙ্গে করমর্দন করেন, তখন মোহিতের মাথায় ধোনিকে হাত রাখতে দেখা যায়। গুজরাটের হয়ে ফাইনালে নায়ক হয়ে যান মোহিত শর্মা।
শেষ ওভারের শেষ বলে মোহিত শর্মার মুখে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে বেরিয়ে আসা চারটি। মোহিত মাথা নীচু করে সামনের দিকে হাঁটছিলেন, এমন সময় গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া তাঁর দিকে এগিয়ে এসে তাঁর দলের বোলারকে জড়িয়ে ধরেন।
মোহিত শর্মাকে উৎসাহিত করার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া। সেই সময় তাঁকে কিছু বলতেও দেখা যায়। একই সঙ্গে ভিডিয়োতে হার্দিকের সঙ্গে বিজয় শঙ্করকেও দেখা যাচ্ছে যিনি মোহিত শর্মাকে সান্ত্বনা দিচ্ছিলেন। হার্দিকের এই স্টাইল সোশ্যাল মিডিয়ায় ভক্তরা খুব পছন্দ করছেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।