অত্যন্ত কার্যকরী স্পিনার, ব্যাটের হাতও মন্দ নয়। সেই সঙ্গে ফিল্ডার হিসেবেও কতটা দক্ষ, তার প্রমাণ দিলেন কৃষ্ণাপ্পা গৌতম। সোমবার লখনউয়ের একানা স্টেডিয়ামে সুয়াশ প্রভুদেশাইয়ের যে ক্যাচটি ধরেন গৌতম, টুর্নামেন্টের অন্যতম সেরা সন্দেহ নেই।
আসলে সামনের দিকে শরীর ছুঁড়ে ক্যাচ ধরা কতটা কঠিন, ক্রিকেটের বোদ্ধা মাত্রই সেটা জানেন। বিশেষ করে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময়ে সামনে শরীর ছুঁড়ে ক্যাচ ধরা আরও কঠিন হয়। প্রথমত, টাইমিং ঠিক না হলে বল বাউন্ডারি লাইনের বাইরে চলে যাওয়ার আশঙ্কা থাকে। তাছাড়া বল লাফিয়ে উঠে চোটের সম্ভাবনাও থেকে যায়। সেই সব আশঙ্কা দূরে সরিয়ে কৃষ্ণাপ্পা সঠিক সময়ে ডাইভ দিয়ে বল তালুবন্দি করেন।
লখনউয়ে এলএসজি-র বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আরসিবি। প্রথম ইনিংসের ১৪.৩ ওভারে অমিত মিশ্রর বল লং-অফে তুলে মারেন সুয়াশ প্রভুদেশাই। হাওয়ায় ভেসে যাওয়া বল অত্যন্ত দক্ষতার সঙ্গে তালুবন্দি করেন গৌতম।
আরও পড়ুন:- IPL 2023: নেটের দড়িতে পা জড়িয়ে সজোরে আছাড়, WTC Final-এর আগে উনাদকাটের চোটে ঘোর দুশ্চিন্তায় টিম ইন্ডিয়া- ভিডিয়ো
প্রভুদেশাই ৭ বলে ৬ রান করে মাঠ ছাড়েন। উল্লেখযোগ্য বিষয় হল, প্রভুদেশাইয়ের উইকেট নেওয়া মাত্রই অমিত মিশ্র আইপিএলের ইতিহাসে সর্বকালীন একটি মাইলস্টোন টপকে যান। নিজের আইপিএল কেরিয়ারে এটি মিশ্রর ১৭১তম উইকেট। তিনি একযোগে পীযুষ চাওলা (১৭০), রবিচন্দ্রন অশ্বিন (১৭০) ও লসিথ মালিঙ্গাকে (১৭০) টপকে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় তিন নম্বরে উঠে আসেন। মিশ্র পরে ফ্যাফ ডু'প্লেসিকেও আউট করেন। সুতরাং, আইপিএলে তাঁর সার্বিক উইকেট সংখ্যা দাঁড়ায় ১৭২। এই নিরিখে অমিত মিশ্রর সামনে রয়েছেন শুধু যুজবেন্দ্র চাহাল (১৭৮) ও ডোয়েন ব্র্যাভো (১৮৩)।
আরও পড়ুন:- MI vs RR: রোহিতের গুগলি ধরতেই পারলেন না হর্ষ, সঞ্চালককে বোকা বানিয়ে হেসেই খুন হিটম্যান- ভিডিয়ো
কৃষ্ণাপ্পা গৌতম পরে নবীন উল হকের বলে করণ শর্মার ক্যাচটিও ধরেন। তাছাড়া তিনি ২ ওভার বল করে ১০ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। কৃষ্ণাপ্পা আউট করেন অনুজ রাওয়াতকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।