তাঁদের যুগলবন্দিতে প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আর করোনাভাইরাস বাড়বাড়ন্তের সময় সাংসদ হিসেবে সেই গৌতম গম্ভীরের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুললেন কেকেআরের প্রাক্তন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্য।
আপাতত গম্ভীর আইপিএলের কাজে ব্যস্ত আছেন বলে জানিয়েছেন প্রাক্তন কেকেআর টিম ডিরেক্টর। যখন গম্ভীরের শহর করোনার সামনে ধুঁকছে। পরিস্থিতি এতটাই খারাপ যে ছ'দিনের লকডাউন শুরু হয়েছে। যথারীতি করোনা সামলাতে না পারার জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দুষেছেন পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গম্ভীর। মাঝে বাংলায় ভোটপ্রচারেও ঘুরে গিয়েছেন। সেই পরিস্থিতিতে কেকেআরের প্রাক্তন অধিনায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জয়।

ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, ‘খেলার সম্প্রচারের সঙ্গে আমি কয়েক বছর জড়িত থেকেছি। গৌতম গম্ভীর যদি ধারাভাষ্য দেওয়া ছেড়ে দিল্লিতে কাজ করার জন্য স্টার স্পোর্টস সেই সিদ্ধান্তের সমর্থন করবে। সেই সঙ্গে জয়ের গন্ধ পেয়ে একদিনের ছুটি পেয়ে কলকাতায় জনসভায় যাওয়ায় পুরো বিষয়টিকে আরও বাজেভাবে তুলে ধরে।’
তবে তিনি নিজেও আইপিএলের সম্প্রচারের সঙ্গে যুক্ত থাকায় পালটা কটাক্ষ ধেয়ে আসবে অনুমান করে নিজের অবস্থানের ব্যাখ্যাও দেন কেকেআরের প্রাক্তন টিম ডিরেক্টর। জয় বলেন, ‘বিষয়টি হল যে আমি পূর্ব দিল্লির সাংসদ নয়। যিনি নিজের কেন্দ্রের দায়িত্ব নেওয়ার প্রতিজ্ঞা করে নির্বাচনে লড়াই করে জিতেছেন। আমি ছাদে দাঁড়িয়ে তারস্বরে চেঁচাচ্ছি না যে কেন সবাই আমার ভালো কাজের প্রশংসা করছেন না। আমার আশা করি না যে পরের নির্বাচনে এই বিষয়টি বিবেচনা করা হবে। আশা করছি সেটা যেন বিবেচনা করা হয়। তবে সেটা নিয়ে বাজি ধরছি না।
’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।