বিরাট কোহলি বর্তমানে ২৭৪টি ওয়ানডে খেলেছেন। এরই মধ্যে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৬টি সেঞ্চুরি। যদি তাঁর ব্যাট থেকে আরও তিনটি সেঞ্চুরি আসে, তাহলে তিনি তাঁর শৈশবের আইডল সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির সমান হয়ে যাবেন। কোহলিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা আমার জন্য খুবই আবেগঘন মুহূর্ত হবে।’
বিরাট কোহলি ও সচিন তেন্ডুলকর (ছবি-টুইটার)
সচিন তেন্ডুলকরের ৪৯টি ওয়ানডে সেঞ্চুরি নিয়ে বড় বিবৃতি দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন তথা অভিজ্ঞ ব্য়াটার বিরাট কোহলি। কিং কোহলি স্বীকার করেছেন যে সচিনের ৪৯তম ওডিআই সেঞ্চুরির রেকর্ড ভাঙা সত্যিই তাঁর জন্য একটি ‘আবেগজনক মুহূর্ত’ হতে পারে। ক্রীড়া জগতে ‘ক্রিকেটের ঈশ্বর’ হিসাবে বিখ্যাত সচিন তেন্ডুলকর ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি করে তাঁর ক্যারিয়ারে ইতি টেনেছিলেন। আন্তর্জাতিক স্তরে এটি ছিল সচিনের ১০০তম সেঞ্চুরি। সে সময় ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা ছিল যে ভবিষ্যতে তাঁর এই রেকর্ড খুব কমই সংখ্যক ক্রিকেটারই ভাঙতে পারবেন।
বিরাট কোহলি বর্তমানে ২৭৪টি ওয়ানডে খেলেছেন। এরই মধ্যে তাঁর ব্যাট থেকে এসেছে ৪৬টি সেঞ্চুরি। যদি তাঁর ব্যাট থেকে আরও তিনটি সেঞ্চুরি আসে, তাহলে তিনি তাঁর শৈশবের আইডল সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির সমান হয়ে যাবেন। কোহলিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা আমার জন্য খুবই আবেগঘন মুহূর্ত হবে।’
বিরাট কোহলি এখনও পর্যন্ত ভারতীয় দলের হয়ে মোট ৪৯৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এরই মধ্যে ৫৫৫ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ২৫৩২২ রান। টেস্ট ক্রিকেটের ১৮৩টি ইনিংসে ৪৮.৯৩ গড়ে ৮৪১৬ রান করেছেন তিনি, ওডিআইয়ের ২৬৫ ইনিংসে ৫৭.৩২ গড়ে ১২৮৯৮ রান এবং T20 ক্রিকেটে ১০৭ ইনিংসে ৫২.৭৪ গড়ে ৪০০৮ রান করেছেন কোহলি। এখনও পর্যন্ত ক্রিকেটের সব ফর্ম্যাটে ৭৫টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি।
বিশ্বকাপের বছরে টিম ইন্ডিয়া যে সংখ্যক ওয়ানডে খেলতে চলেছে তাতে মনে করা হচ্ছে বিরাট কোহলি হয়তো সচিনে তেন্ডুকরের কৃতিত্বটি অর্জন করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, কোহলি এখন যে ফর্মে আছেন, এটি সময়ের ব্যাপার মাত্র। কোহলিকে যখন এই মাইলফলক পৌঁছানোর বিষয়ে তাঁর চিন্তাভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি দ্রুত বলেছিলেন এটি তাঁর জন্য খুব আবেগপূর্ণ মুহূর্ত হতে পারে।
কোহলি PUMA-এর ছয়-অংশের ডকু-সিরিজের সময় নিজের মনের কথা বলেছেন, যেখানে যুবরাজ সিং, এমসি মেরি কম, সুনীল ছেত্রী, হরমনপ্রীত কৌর এবং প্যারা-অ্যাথলিট অবনি লেখারাও ছিলেন। কোহলি বড় ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলার শৈশবের স্মৃতির কথাও বলেছেন এবং খেলাধুলার গুরুত্ব তুলে ধরেছেন। কোহলি বলেন, ‘খেলাধুলা আপনাকে জীবনের কিছু মূল্যবোধ, শৃঙ্খলা ও পরিকল্পনা শেখায়। এটি আপনার দিকটি খুলে দেয়, আপনাকে একটি সৃষ্টিশীল ব্যক্তি করে তোলে। আপনি যে পেশাতেই থাকুন না কেন, খেলাধুলার মূল্য অপরিসীম।’ বিরাট কোহলি বলেছিলেন যে তিনি সেই ঘটনার কথা স্মরণ করেন যখন তাঁর স্কুলের উপাধ্যক্ষ তাঁকে ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছিলেন, যা তাঁর উপর পড়াশোনার চাপ কমিয়ে দিয়েছিল। কোহলি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু গেম খেলতে বাধ্য করবেন না, তাদের শেখান। একটি গেম খেলার অর্থ কী তার সামান্য বিবরণ তাদের শেখানো গুরুত্বপূর্ণ।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।