ইশান কিষাণ এবং রুতুরাজ গায়কোয়াড় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টিতেই ভারতের হয়ে ওপেন করেছেন। এ বার আয়ারল্যান্ডের বিরুদ্ধেও তাঁরাই ওপেন করবেন বলে মনে করা হচ্ছে। তবে তাঁরা ভালো পারফরম্যান্স করলেও কিন্তু ভারতের প্রধান প্রথম একাদশে সুযোগ পাবেন না, যখন দলে ফিরবেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এবং কেএল রাহুল।
বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের প্রত্যাবর্তন হলে রুতুরাজ হয়তো স্কোয়াডেই জায়গা পাবেন না। ভারতীয় দলের প্রধান তিন ব্যাটার রোহিত, রাহুল এবং কোহলি গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে খুব কমই ম্যাচ একসঙ্গে খেলেছেন। লখনউ সুপার জায়ান্টসের জার্সিতে আইপিএলে ভালো খেলেছিলেন রাহুল। ভারতের সীমিত ওভারের ব্যাটিং ইউনিটের দুই স্তম্ভ - রোহিত এবং কোহলি অবশ্য এ বার আইপিএলে সবচেয়ে খারাপ মরশুম কাটিয়েছেন।
আরও পড়ুন: দলে ঢুকবেন সম্ভবত সূর্য এবং সঞ্জু, কী হবে ভারতের প্রথম একাদশ?
আরও পড়ুন: আউট করেই পূজারার ঘাড়ে উঠে পড়লেন শামি, দেখুন সেই মজার সেলিব্রেশন
তবে এই তিন তারকারই পারফরম্যান্স নিয়ে বেশ কিছু দিন ধরেই প্রশ্ন উঠেছে। তাঁদের স্ট্রাইক রেট নিয়েও চলছে জল্পনা। ভারতের টি-টোয়েন্টি দলে এই তিন প্লেয়ার এখনও অপরিহার্য কি না, তা নিয়ে চলছে কানাঘুষো। বিশেষ করে ইশান কিষাণ ওপেন করে কী করতে পারেন, সেটা প্রমাণ করার পরে, এই আলোচনা আরও তীব্র হয়েছে। প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সাবা করিম, যিনি নির্বাচক কমিটির সদস্য হিসেবেও কাজ করেছিলেন, তাঁর মতে, যদি এই তিন তারকা টি-টোয়েন্টির চাহিদা অনুযায়ী পারফরম্যান্স করতে না পারেন, তবে তাঁদের একাদশে রাখা নিয়ে নির্বাচকদেরও কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।