Mohun Bagan vs Punjab FC Live Score And Updates: ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে উভয় দলই একবার করে প্রতিপক্ষের জালে বল জড়ায়।
পঞ্জাবের বিরুদ্ধে দাপুটে জয় মোহনবাগানের। ছবি- মোহনবাগান টুইটার।
মরশুমের শুরুতেই ডুরান্ড চ্যাম্পিয়ন হয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখে মোহনবাগান। এএফসি কাপেও রয়েছে ভালো জায়গায়। ঘরোয়া কলকাতা লিগের সুপার সিক্সে উঠতে বিশেষ অসুবিধা হয়নি সবুজ-মেরুন শিবিরের। এই অবস্থায় শনিবার ইন্ডিয়ান সুপার লিগে যাত্রা শুরু হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। শুরুতেই গতবারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হয় নবাগত পঞ্জাব এফসি, যারা আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আইএসএল খেলার সুযোগ পেয়ে যায়। প্রস্তুতিতে কোনও খামতি ছিল না সবুজ-মেরুন শিবিরের। শক্তিশালী স্কোয়াডও হাতে রয়েছে মোহনবাগানের। ফলে জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করতে বিশেষ অসুবিধা হয়নি টুর্নামেন্টের সব থেকে সফল দলের।
23 Sep 2023, 11:03 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: কীভাবে এল মোহনবাগানের জয়, দেখুন বিস্তারিত
ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান বনাম পঞ্জাব এফসি ম্যাচের উত্তেজনা ছিল চরম। টানটান লড়াই দেখা যায় ম্যাচের দুই অর্ধেই। দুরন্ত সেই লড়াইয়ের প্রতিটি মুহূর্তের বিবরণে চোখ রাখতে দেখে নিন সম্পূর্ণ এই ব্লগটি। আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচটির লাইভ ব্লগ এখানেই শেষ করা হল।
23 Sep 2023, 10:37 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: ৩-১ গোলের দাপুটে জয় মোহনবাগানের
শেষমেশ ৩-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে মোহনবাগান। প্রথমার্ধে কামিন্স ও পেত্রাতোসের গোলে ২-০ লিড নিয়ে সবুজ-মেরুন শিবির। দ্বিতীয়ার্ধে পঞ্জাবের হয়ে ব্যবধান কমান লুকা। শেষে বাগানের হয়ে তৃতীয় তথা ম্যাচের শেষ গোলটি করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা মনবীর। ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার জেতেন পেত্রাতোস।
23 Sep 2023, 10:36 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: হুগোর আক্রমণ প্রতিহত
৯০+৬ মিনিটে হুগো বল টেনে নিয়ে যান পঞ্জাবের বক্সে। তবে তাঁর আক্রমণ প্রতিহত হয়। পঞ্জাবের শেষ রক্ষণ ভেদ করতে পারেননি হুগো।
23 Sep 2023, 10:30 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ইনজুরি টাইম
দ্বিতীয়ার্ধে ৬ মিনিট সময় যোগ হয় ইনজুরি টাইম হিসেবে। সংযোজিত সময়ে বাগানের উপর চাপ তৈরির চেষ্টা করে পঞ্জাব। পরপর আক্রমণে উঠলেও পোস্ট লক্ষ্য করে যথাযথ শট নিতে পারেনি তারা।
23 Sep 2023, 10:26 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: সহজ সুযোগ হাতছাড়া সাদিকুর
৮৬ মিনিটের মাথায় একেবারে ফাঁকায় বল পেয়ে যান সাদিকু। সামনে ছিলেন একা পঞ্জাব গোলকিপার। তবে তিনি সরাসরি বল মেরে বসেন পঞ্জাব কিপারের দস্তানায়।
23 Sep 2023, 10:23 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: ফ্রি-কিক থেকে গোল করতে ব্যর্থ বাগান
৮৩ মিনিটের মাথায় বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক আদায় করে নেন হুগো। যদিও স্পট কিক থেকে গোল করতে পারেননি সাদিকু। বল প্রথম পোস্ট এড়িয়ে মাঠের বাইরে চলে যায়।
23 Sep 2023, 10:18 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: আশিসের শট লক্ষ্যভ্রষ্ট
৭৭ মিনিটের মাথায় আশিসের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৯ মিনিটের মাথায়া সামাদ ও গ্লেনকে তুলে নেয় মোহনবাগান। পরিবর্তে তারা মাঠে নামায় অভিষেক ও নামতেকে।
23 Sep 2023, 10:13 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: কৃষ্ণনন্দর শট লক্ষ্যভ্রষ্ট
৭২ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে মোহনবাগানের পোস্ট লক্ষ্য করে শট নেন পঞ্জাবের পরিবর্ত ফুটবলার কৃষ্ণনন্দ। যদিও দূরপাল্লার শটে বল ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়।
23 Sep 2023, 10:09 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: কামিন্স ও পেত্রাতোসকে তুলে নিল বাগান
৬৯ মিনিটের মাথায় দুই গোল স্কোরার কামিন্স ও পেত্রাতোসকে তুলে নেয় মোহনবাগান। পরিবর্তে তারা মাঠে নামায় হুগো ও সাদিকুকে।
23 Sep 2023, 10:05 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: মাঠে নেমেই গোল মনবীরের
৬২ মিনিটের মাথায় শুভাশিসের পরিবর্তে মাঠে নামেন মনবীর। ৬৪ মিনিটের মাথায় নিজের প্রথম টাচেই পঞ্জাবের জালে বল জড়ান তিনি। পেত্রাতোসের ক্রস থেকে গোল করে মোহনবাগানকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন সুপার সাব মনবীর।
23 Sep 2023, 10:02 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: গোল বাতিল পঞ্জাবের
৬১ মিনিটের মাথায় হেডে মোহনবাগানের জালে বল জড়ান আশিস প্রধান। তবে তিনি অফসাইডের আওতায় পড়ায় বাতিল হয় গোল। জুয়ান মেরের ফ্রি-কিক থেকে ভাসানো বল বক্সে মাথায় পেয়ে যান প্রধান।
23 Sep 2023, 09:54 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: লুকার গোলে ব্যবধান কমাল পঞ্জাব
৫৩ মিনিটের মাথায় মোহনবাগান রক্ষণের ভুলে গোল পেয়ে গেলেন লুকা। বাগানের ডিফেন্ডার নিজেদের গোলকিপারের দিকে ব্যাকপাস করলে ফাঁকায় বল পেয়ে যান লুকা। তিনি পায়ের আলতো টাচে বল জড়িয়ে দেন বাগানের জালে। পঞ্জাব ব্যবধান কমিয়ে ১-২ করে ফেলে।
23 Sep 2023, 09:50 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: গোল বাতিল মোহনবাগানের
৫০ মিনিটের মাথায় আশিস বল জড়ান পঞ্জাবের জালে। তবে তার আগেই রেফারি ফাউলের বাঁশি বাজিয়েছিলেন। তাই বাতিল হয় গোল। দ্বিতীয়ার্ধে পঞ্জাব ক্রমশ চাপ তৈরি করছে বাগানের রক্ষণের উপর।
23 Sep 2023, 09:45 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: দ্বিতীয়ার্ধের খেলা শুরু
দু'দল প্রান্তবদল করার পরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করে পঞ্জাব। বক্সের ভিরতে কার্যত ফাঁকায় বল পেয়েও ফিনিশিং টাচ দিতে পারেননি প্রশান্ত।
23 Sep 2023, 09:28 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: বিরতিতে ২-০ এগিয়ে মোহনবাগান
২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান। ১০ মিনিটের মাথায় মোহনবাগানের হয়ে গোলের খাতা খোলেন কামিন্স। ৩৫ মিনিটে ব্যবধানে বাড়িয়ে ২-০ করেন পেত্রাতোস। যদিও প্রথমার্ধে গোলের বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে সবুজ-মেরুন শিবির।
23 Sep 2023, 09:24 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: ৪ মিনিটের ইনজুরি টাইম
প্রথমার্ধে ৪ মিনিট সময় যোগ হয় ইনজুরি টাইম হিসেবে। ৪৫+৩ মিনিটের মাথায় পঞ্জাব কর্নার পেয়ে যায়। যদিও কর্নার থেকে গোল করতে পারেনি তারা। মোহনবাগান প্রতিআক্রমণে ওঠে। চবে পেত্রাতোসের শট প্রতিহত হয়।
23 Sep 2023, 09:23 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: পরপর সুযোগ নষ্ট মোহনবাগানের
৪৪ মিনিটের মাথায় আশিসের ভাসানো ক্রস পঞ্জাবের ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। পরে কামিন্স বক্সে ফাঁকায় বল পেলেও শট নিতে পারেননি।
23 Sep 2023, 09:14 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: পেত্রাতোসের গোলে ২-০ এগোল মোহনবাগান
৩৫ মিনিটের মাথায় পেত্রাতোসের গোলে ২-০ লিড নিল মোহনবাগান। বক্সের মধ্যে গোলকিপারকে একা পেয়ে গিয়েছিলেন লিস্টন। তবে তিনি নিজে গোল করার চেষ্টা করেননি। নিঃস্বার্থভাবে বল বাড়িয়ে দেন ফাঁকায় থাকা পেত্রাতোসের দিকে। পঞ্জাবের জালে বল জড়াতে ভুল করেননি পেত্রাতোস। ৩৭ মিনিটের মাথায় ফের গোলের সুযোগ পেয়ে যায় মোহনবাগান। তবে লিস্টনের শট প্রতিহত হয় পঞ্জাব গোলকিপারের দস্তানায়।
23 Sep 2023, 09:08 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: সুযোগ হাতছাড়া বাগানের
৩০ মিনিটের মাথায় পঞ্জাব রক্ষণের ভুলে বক্সের মধ্যে বল পেয়ে যান কামিন্স। যদিও তিনি বলে যথাযথ শটই নিতে পারেননি। পঞ্জাবের দুই ডিফেন্ডার দু'দিক থেকে কামিন্সের গতিরোধ করেন।
23 Sep 2023, 09:04 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: ফ্রি-কিক কাজে লাগাতে ব্যর্থ পঞ্জাব
২৫ মিনিটের মাথায় বক্সের ডান দিকে ফ্রি-কিক আদায় করে নেন পঞ্জাবের ব্র্যান্ডন। তবে ফ্রি-কিক থেকে ভাসানো বল দ্বিতীয় পোস্ট এড়িয়ে মাঠের বাইরে চলে যায়। কাজে লাগেনি স্পট কিক।
23 Sep 2023, 08:57 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: পেত্রাতোসের শট লক্ষ্যভ্রষ্ট
১৯ মিনিটের মাথায় পেত্রাতোসের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। বক্সের বাইরে থেকে নেওয়া শট পঞ্জাবের প্রথম পোস্ট এড়িয়ে মাঠের বাইরে চলে যায়। পেত্রাতোসের দিকে বল বাড়িয়ে দেন কামিন্স।
23 Sep 2023, 08:55 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: পঞ্জাবের আক্রমণ ব্যর্থ
১৫ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করতে ব্যর্থ হয় মোহনবাগান। বল সরাসরি চলে যায় পঞ্জাব কিপারের দস্তানায়। ১৬ মিনিটের মাথায় পঞ্জাবের আক্রমণ ভেস্তে যায় তাদের স্ট্রাইকার অফসাইডের আওতায় পড়ায়।
23 Sep 2023, 08:48 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: কামিন্সের গোলে ১-০ লিড মিল মোহনবাগান
ম্যাচের ১০ মিনিটের মাথায় কামিন্সের গোলে ১-০ এগিয়ে গেল মোহনবাগান। বক্সের মধ্যে সামাদের বাড়ানো বল নিখুঁত টাচে পঞ্জাবের জালে জড়িয়ে দেন কামিন্স। আই লিগ থেকে আইএসএলের আঙিনায় পা দিয়ে ১০ মিনিটের মধ্যেই গোল খেয়ে বসল পঞ্জাব। সেদিক থেকে কামিন্সের গোলে পঞ্জাবকে আইএসএলে স্বাগত জানাল মোহনবাগান, এমনটা বলাই যায়।
23 Sep 2023, 08:43 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: ভেস্তে গেল বাগানের আক্রমণ
৫ মিনিটের মাথায় মোহনবাগানের আক্রমণ ভেস্তে যায় পেত্রাতোস অফ-সাইডের আওতায় পড়ায়। পরপর ২ বার পঞ্জাবের বক্সে হানা দেয় মোহনবাগান। তবে দ্বিতীয় দফায় সতর্ক ছিল পঞ্জাবের রক্ষণ। ফলে কোনও বিপদ হয়নি তাদের।
23 Sep 2023, 08:38 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: রেফারির বাঁশিতে ম্যাচ শুরু
Mohun Bagan vs Punjab FC Live: মহা সমস্যায় বাগান সমর্থকরা
রাতের কলকাতায় ম্যাচ দেখে এমনিতেই বাড়ি ফিরতে সমস্যা হয় মোহনবাগান সমর্থকদের। তার উপর আরও দেরিতে ম্যাচ শুরু হওয়ায় শেষ পর্যন্ত খেলা দেখা সম্ভব হবে না অনেকেরই। রাত সাড়ে দশটা নাগাদ ম্যাচ শেষ হলে তার পরে কীভাবে বাড়ি ফেরার জন্য বাস-ট্রেন পাওয়া যাবে, তা নিয়ে সংশয়ে অনেকেই।
23 Sep 2023, 08:06 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: পিছিয়ে গেল ম্যাচ শুরুর সময়
ম্যাচ শুরু হওয়ার কথা ছিল রাত ৮টায়। তবে শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া হয় ম্যাচ শুরুর সময়। আসলে ওড়িশা বনাম চেন্নাইয়িন ম্যাচটি মন্দ আবহাওয়ার জন্য বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। সেই ম্যাচ শেষ হওয়ার পরে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম পঞ্জাব এফসি ম্যাচটি। দু'দলের ফুটবলাররা অবশ্য ইতিমধ্যেই গা ঘামাচ্ছেন মাঠে।
23 Sep 2023, 07:32 PM IST
Mohun Bagan vs Punjab FC Live: পঞ্জাবের প্রথম একাদশ
Mohun Bagan vs Punjab FC Live: হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে স্বাগত
শনিবার ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুমে নিজেদের প্রথম ম্যাচে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে লড়াই মোহনবাগানের। যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে আইএসএলের এই ম্যাচটি। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের লড়াইয়ের স্কোর-সহ প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট পাবেন এই ব্লগে। হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে আপনাদের স্বাগত।