Kalinga Super Cup East Bengal vs Mohun Bagan: হাতে মাত্র রয়েছে আর একটা দিন। শুক্রবার সন্ধ্যায় কলিঙ্গ সুপার কাপে টিকে থাকার লড়াইয়ে নামবে দুই প্রধান। ডার্বির দিন যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে। আর দুই দলই নিজেদের অনুশীলন সারতে ব্যস্ত রয়েছেন। বুধবার বিকেলে প্রস্তুতি করে দুই দল। আগের দিন ফুটবলারদের ছুটি দেওয়ায় পর আবার মাঠে নেমে পড়লেন ক্লেইটনরা। এদিন বিকেল পাঁচটা থেকে পুরোদমে অনুশীলন চলে। বর্তমান পরিস্থিতির নিরিখে কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে ইস্টবেঙ্গল। গোলের বিচারে এগিয়ে থাকায় ডার্বি ড্র করলেই শেষ চারের ছাড়পত্র সংগ্রহ করবে। অন্যদিকে জিততে হবে মোহনবাগানকে। তাই কিছুটা চাপেই সবুজ মেরুন শিবির।
এরই মধ্যে বুধবার একই সময়ে অনুশীলন করল দুই দল। মোহনবাগানের সঙ্গে একই সময়ে অনুশীলন করল ইস্টবেঙ্গল। তবে দুই দল দু’টি আলাদা মাঠে অনুশীলন করেছে। যার ফলে এক দলের অনুশীলন অপর দলের দেখার কোনও সুযোগ ছিল না। মঙ্গলবারও দু’ দলের অনুশীলন একই সময় দেওয়া হয়েছিল। মোহনবাগান অনুশীলন করলেও ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত দলকে ছুটি দিয়েছিলেন। মোহনবাগানের সামনে নিজের রণকৌশল ফাঁস করতে চাননি বলে মনে করা হয়েছিল। বুধবার দু’দলের অনুশীলন আবারও একই সময়ে দেওয়া হয়। বিকেল ৫টা থেকে ওড়িশা ফুটবল অ্যাকাডেমির ১ এবং ২ নম্বর মাঠে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান অনুশীলন করে।
যদিও মোহনবাগানের অনুশীলন আগে শুরু করে। বেশ খানিক ক্ষণ পর ইস্টবেঙ্গল ফুটবলারেরা মাঠে নামেন। যদিও এ দিন, ইস্টবেঙ্গলের বাস মাঠে আগে পৌঁছায়, তার ২০-২৫ মিনিট পরে মোহনবাগানের বাস এসে দাঁড়ায়। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ আগেই সহকারি কোচেদের নিয়ে মাঠে চলে আসেন মোহনবাগানের কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। ইস্টবেঙ্গলের কোচ কুয়াদ্রাত বেঙ্গালুরু বনাম গোয়ার ম্যাচ দেখতে গিয়েছিলেন। দু’দলকেই কড়া অনুশীলন করতে দেখা গিয়েছে। দুই কোচই গুরুত্ব দিয়েছেন সেট পিস মুভমেন্টের উপর। বুধবার পুরোদমে প্র্যাকটিস করান হাবাস। অনুশীলন করেন সাদিকু। ডার্বিতে গোলের জন্য কামিন্স-সাদিকু জুটিই ভরসা।
সুপার কাপের অন্যান্য ম্যাচে গ্যালারি ফাঁকা থাকলেও ধীরে ধীরে ডার্বি নিয়ে পারদ চড়তে শুরু করেছে। এই ম্যাচের টিকিটের চাহিদা বাড়ছে। বড় ম্যাচে টিকিটের দাম ১০০ এবং ২০০ টাকা রাখা হয়েছে। কলকাতা থেকে ভুবনেশ্বরের দূরত্ব কম। তারওপর সপ্তাহান্তে ডার্বি। তাই বহু ফ্যান বৃহস্পতিবারই ভুবনেশ্বরে পৌঁছে যাবে। রথ দেখা কলা বেঁচা, দুটোই হবে। তাই শহরের হোটেলের চাহিদাও বাড়তে শুরু করেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।