Asian Games India Day 1 Schedule: স্মৃতিদের সামনে ফাইনালে ওঠার চ্যালেঞ্জ, সুনীলদের টেকার লড়াই- দেখে নিন পুরো সূচি
3 মিনিটে পড়ুন Updated: 24 Sep 2023, 06:00 AM IST-
ফুটবল
মহিলাদের প্রথম রাউন্ড গ্রুপ বি: ভারত বনাম থাইল্যান্ড- ভারতীয় সময় দুপুর দেড়টা থেকে
পুরুষদের প্রথম রাউন্ড গ্রুপ এ: ভারত বনাম মায়ানমার- ভারতীয় সময়ে বিকেল ৫টা থেকে
ফেনসিং
ব্যক্তিগত বিভাগে পুরুষদের ফয়েল (দেব এবং বিবিশ কাথিরেসান)- ভারতীয় সময় ভোর সাড়ে ৬টা
ব্যক্তিগত বিভাগে মহিলাদের ইপি (এনা অরোরা এবং তনিক্ষা খাত্রী)- ভারতীয় সময় সকাল ১০টা থেকে
হকি
পুরুষদের প্রাথমিক পুল এ: ভারত বনাম উজবেকিস্তান- ভারতীয় সময় সকাল ৮টা ৪৫ থেকে
রাগবি সেভেনস
মহিলাদের পুল এফ: ভারত বনাম হংকং চিন- ভারতীয় সময় সকাল ১০টা থেকে
মহিলাদের পুল এফ- ভারতীয় সময় দুপুর ৩টে ৩৫ থেকে
রোয়িং
মহিলাদের লাইটওয়েট ডাবল স্কালস ফাইনাল বি (কিরণ, আংশিকা ভারতী)- ভারতীয় সময় ভোর সাড়ে ৬টা থেকে
পদক ইভেন্ট: পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস ফাইনাল এ (অর্জুন লাল জাট, অরবিন্দ সিং)- ভারতীয় সময় সকাল ৭টা ১০ থেকে
পদক ইভেন্ট: পুরুষদের ডাবল স্কালস ফাইনাল এ (পারমিন্দর সিং, সতনাম সিং)-ভারতীয় সময় সকাল ৮টা থেকে
পদক ইভেন্ট: মহিলাদের কক্সলেস ফোর ফাইনাল এ (অস্বতী পিবি, মৃণাময়ী নীলেশ এস, থাংজাম প্রিয়া দেবী, রুকমণি)- ভারতীয় সময় সকাল ৮টা ২০ থেকে
পদক ইভেন্ট: পুরুষ কক্সলেস পেয়ার ফাইনাল এ (বাবু লাল যাদব, লেখ রাম)- ভারতীয় সময় সকাল ৮টা ৪০ থেকে
পদক ইভেন্ট: পুরুষদের কক্সড আট ফাইনাল এ (চরণজিৎ সিং, ডিইউ পান্ডে, নরেশ কালওয়ানিয়া, নীরজ, নীতেশ কুমার, আশিস, ভীম সিং, জাসবিন্দর সিং, পুনিত কুমার)- ভারতীয় সময় সকাল ৯টা থেকে
সেলিং
মাল্টি ইভেন্ট বিভাগে কোয়ালিফাইং রাউন্ড- ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে
আরও পড়ুন: পরনে খাকি রঙের শাড়ি আর কুর্তা- এশিয়ান গেমসের উদ্বোধনে পতাকা বহন করলেন লভলিনা, হরমনপ্রীত
শুটিং
মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল যোগ্যতা অর্জন, ব্যক্তিগত ফাইনাল এবং দলের ফাইনাল (আশি চৌকসে, মেহুলি ঘোষ, রমিতা)- ভারতীয় সময়ে ভোর ৬টা থেকে
পুরুষদের ২৫ মিটার দ্রুত ফায়ার পিস্তল যোগ্যতা পর্ব ওয়ান (অনীশ, বিজয়বীর সিধু, আদর্শ সিং)- ভারতীয় সময়ে ভোর সাড়ে ৬টা থেকে
সাঁতার
পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল হিটস এবং ফাইনাল (আনন্দ এএস, তানিশ জর্জ ম্যাথিউ)- ভারতীয় সময়ে সকাল সাড়ে সাতটা থেকে
পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোক হিটস এবং ফাইনাল (শ্রীহার্নি নটরাজ, উৎকর্ষ সন্তোষ পাতিল)- ভারতীয় সময়ে সকাল সাড়ে সাতটা থেকে
মহিলাদের ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলে হিটস এবং ফাইনাল (জাহ্নবী চৌধুরী, ধিনিধি দেশিংহু, মানা প্যাটেল, শিবাঙ্গী সরমা)- ভারতীয় সময়ে সকাল সাড়ে সাতটা থেকে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।