Asian Games Highlights: এশিয়ান গেমস শুরুর আগে থেকে ভারতীয় দলের লক্ষ্য ছিল, ‘এ বার ১০০ পার।’ অর্থাৎ, চিনে পদকসংখ্যা ১০০ বা তার বেশি করার লক্ষ্য ভারতের। এর আগে পর্যন্ত ভারতের সর্বাধিক পদক ছিল ৭০। ২০১৮ সালে জাকার্তা এশিয়াডে সেটা করেছিল ভারত। আজ কারা কারা পদক পাচ্ছেন, জানতে হলে চোখ রাখুন HT বাংলায়।
কম্পাউন্ড তিরন্দাজিতে সোনা ভারতের ছেলেদেরও।
চোটের কারণে শেষ মুহূর্তে এশিয়ান গেমস থেকে সরে দাঁড়িয়েছিলেন বিনেশ ফোগট। জাকার্তায় গত এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। তাঁর ছিটকে যাওয়াটা ভারতীয় শিবিরে বড় ধাক্কা ছিল। বিনেশ ছিটকে যাওয়াতেই সুযোগ পেয়েছিলেন অন্তিম পাঙ্ঘাল। মেয়েদের ৫৩কেজি ফ্রিস্টাইল কুস্তিতে আজ নামছেন অন্তিম। এছাড়াও তিরন্দাজি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, ব্রিজ, ক্যানয় স্লালম, দাবা, হকি, কবাডি, স্কোয়াশের মতো ইভেন্ট রয়েছে। একশো পদকের লক্ষ্যে ভারত গেমসের দ্বাদশ দিনে কতকগুলো পদক পায়, সেটাই দেখার!
05 Oct 2023, 08:27 PM IST
Asian Games Day 12 Live- এশিয়ান গেমসে ভারতের সব ইভেন্ট শেষ আজকের মতো
আজকের মতো ভারতের সব ইভেন্ট শেষ। আগামীকাল ফের এশিয়াডে পদকের জন্য নামবেন ভারতীয় অ্যাথলিটরা। শুভরাত্রি।
05 Oct 2023, 08:26 PM IST
Asian Games Day 12 Live-পদক নিশ্চিত সাত্বিক-চিরাগ জুটির
১৯৮২ সালের পর সাত্বিক-চিরাগ জুটি এশিয়ান গেমসের পুরুষদের ডাবলসে ভারতকে প্রথম পদক নিশ্চিত করলেন। তারা কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের এনগে জু জি/জোহান প্রজোগোকে ২১-৭, ২১-৯ ব্যবধানে পরাজিত করেছেন।
05 Oct 2023, 04:42 PM IST
Asian Games Day 12 Live-Wrestling Women’s 53kg- ব্রোঞ্জ জয় অন্তিম পাঙ্ঘালের
Asian Games Day 12 Live-Squash men’s singles- রুপো জয় সৌরভের
এশিয়ান গেমসের পুরুষদের সিঙ্গলসে স্কোয়াশে রুপো জিতলেন বাংলার সৌরভ ঘোষাল। ফাইনালে ইয়ান উ এনজির বিরুদ্ধে ১-৩ ব্যবধানে হারতে হল সৌরভকে।
05 Oct 2023, 03:55 PM IST
Asian Games Day 12 Live- Women's Hockey-হার ভারতের
চিনের বিরুদ্ধে হার ভারতীয় মহিলা হকি দলের। ৪-০ গোলে সেমিফাইনালে আটকে গেল তারা। এবার ভারতীয় মেয়েরা লড়বে ব্রোঞ্জ পদকের জন্য।
05 Oct 2023, 03:25 PM IST
Asian Games Day 12 Live, Men’s Compound Archery- মেয়েদের পর দেশকে সোনা এনে দিল ছেলেরাও
Asian Games Day 12 Live, Women’s Compound Archery- জ্যোতি সুরেখা, অদিতি গোপীচাঁদ এবং পরনীত কৌররা যা করেছিলেন, সেই পথেই হাঁটলেন ভারতের ছেলেরাও। পুরুষ কম্পাউন্ড তিরন্দাজির টিমও সোনা এনে দিল দেশকে। এই নিয়ে দ্বাদশ দিনে তৃতীয় সোনা জিতলেন অভিষেক বর্মা, ওজাস প্রবীণ দেওতলে এবং প্রথমেশ জওকারের। ওজাসেরা প্রথম সেটেই ৫৮-৫৫ পয়েন্টে এগিয়ে যান দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। দ্বিতীয় সেট অবশ্য জিতে নেয় প্রতিপক্ষ দল। ভারতের পক্ষে ফল দাঁড়ায় ৫৮-৫৯। তৃতীয় সেটে আবার অপ্রতিরোধ্য পারফরম্যান্স করেন ভারতীয় তীরন্দাজেরা। দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দেন ৫৯-৫৭ ব্যবধানে। চতুর্থ সেটে ৪ পয়েন্টের সুবিধা নিয়ে শুরু করে ভারতীয় দল। দক্ষিণ কোরিয়া ৫৯ পয়েন্ট স্কোর করেও আটকাতে পারেনি ভারতকে। ওজাসদের ছ’টি তীরই নিখুঁত নিশানায় লক্ষ্য ভেদ করে। ফলে ৬০পয়েন্ট আসে ভারতের ঝুলিতে। শেষ পর্যন্ত ২৩৫-২৩০ ব্যবধানে সোনা জিতে নেন ভারতীয়েরা।
05 Oct 2023, 12:25 PM IST
Asian Games Day 12 Live, Squash Mixed Doubles Event- সোনা দীপিকা পাল্লিকাল এবং হরিন্দরপাল সিং সান্ধু জুটির
Badminton- সিন্ধু হতাশ করলেও, হতাশ করলেন না প্রণয়। প্রণয় সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন। কোয়ার্টার ফাইনালে তিনি মালয়েশিয়ার লি জি জিয়ার বিরুদ্ধে ৭৮ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জয় ছিনিয়ে নেন। তিন গেমের থ্রিলারের ফল প্রণয়ের পক্ষে- ২১-১৬, ২১-২৩, ২৩-২১।
05 Oct 2023, 10:29 AM IST
Asian Games, Wrestling-সেমিফাইনালে পূজা
Wrestling- মহিলাদের ৫৩ কেজি ফ্রিস্টাইল কোয়ার্টার ফাইনালে জাপানের আকারি ফুজিনামির কাছে 0-6 হারে হারের পর টুর্নামেন্ট থেকে বাদ পড়েন ভারতের অন্তিম পাঙ্গল। রেপেচেজে অবশ্য অন্তিমের কাছে সুযোগ থাকবে ব্রোঞ্জ পাওয়ার। অন্তিম ছিটকে গেলেও, ভারতের কুস্তিগির পূজা গেহলট এশিয়ান গেমসে মেয়েদের ৫০ কেজি বিভাগে পৌঁছে গেলেন সেমিফাইনালে। তিনি ৫-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন মঙ্গোলিয়ার কুস্তিগির মানলিকা এস্তিকে।
05 Oct 2023, 10:24 AM IST
Asian Games Day 12 Live, Women’s Compound Archery- সোনা জয় ভারতের
Women’s Compound Archery- এশিয়ান গেমসের দ্বাদশ দিনে তিরন্দাজির কমপাউন্ডে ভারতের মেয়েরা সোনার হাসি হাসলেন। পিভি সিন্ধুর ব্যর্থতার দিনে ভারতকে সোনা এনে দিলেন অদিতি গোপীচাঁদ স্বামী-জ্যোতি সুরেখা-পারনীত কাউর। এটি এ বারের এশিয়ান গেমস থেকে ভারতের ১৯তম সোনার পদক এবং মোট ৮২তম পদক। চাইনিজ তাইপের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৩০-২২৯ স্কোরে তাদের হারায় ভারত।
05 Oct 2023, 08:49 AM IST
Asian Games Day 12 Live, Badminton- ছিটকে গেলেন সিন্ধু
Badminton- গেমসের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু মেয়েদের সিঙ্গলসে চিনের হে বিংজিয়াও-এর কাছে ১৬-২১, ১২-২১ হেরে বসে থাকেন। সেই সঙ্গে হ্যাংঝুতে ভারতীয় তারকা শাটলারের অভিযানও শেষ হয়ে গেল।
05 Oct 2023, 08:47 AM IST
Asian Games Day 12 Live, Women’s Compound Archery- ফাইনালে ভারত
Women’s Compound Archery- শেষ রাউন্ডে ২১৯ পয়েন্ট পায় ইন্দোনেশিয়া। ভারত শেষ করে ২৩৩ পয়েন্ট নিয়ে। অর্থাৎ ফাইনালে উঠে গেল ভারত। তার মানে মহিলাদের কমপাউন্ড আর্চারি থেকে আরও একটি পদক নিশ্চিত করল ভারত। সেটা সোনা এবং রুপো হতে পারে।
05 Oct 2023, 06:54 AM IST
Asian Games Day 12 Live, Women’s Compound Archery- সেমিতে ভারত
Women’s Compound Archery- মহিলাদের কম্পাউন্ড আর্চারির সেমিফাইনালে উঠল ভারত। ভারতের জন্য দ্বাদশ দিনের শুরুটা ইতিবাচক হল। ভারতের মেয়েরা প্রথম ছ'টি শট পরে সম্ভাব্য ৬০ এর মধ্যে ৫৭ পয়েন্ট সংগ্রহ করেন। শেষ পর্যন্ত হংকং-কে ২৩১-২২০ ফলে হারিয়ে সেমিতে ওঠে ভারত।
সেপাকটাকরো: পুরুষদের রেগু প্রাথমিক পর্ব গ্রুপ বি, ভারত বনাম থাইল্যান্ড, সকাল ৬.৩০। মেয়েদের রেগু প্রাথমিক পর্ব গ্রুপ বি, ভারত বনাম ভিয়েতনাম, সকাল ৭.৩০। পুরুষদের রেগু প্রাথমিক পর্ব গ্রুপ বি, ভারত বনাম ফিলিপিন্স, সকাল ১১.৩০। মেয়েদের রেগু প্রাথমিক পর্ব গ্রুপ বি, ভারত বনাম চিন, দুপুর ১২.৩০।
স্পোর্ট ক্লাইম্বিং: পুরুষদের বোল্ডার ও লিড যোগ্যতা অর্জন সকাল ৬.৩০, মহিলাদের বোল্ডার ও লিড যোগ্য়তা অর্জন, সকাল ৬.৩০।
স্কোয়াশ: পদকের ইভেন্ট মিক্সড ডাবলস ফাইনাল, সকাল ১১.৩০, পুরুষদের সিঙ্গলস ফাইনাল, দুপুর ২.৩০ থেকে।
কুস্তি: পদকের ইভেন্ট-পুরুষদের গ্রেকো রোমান ৯৭কেজি, ১৩০ কেজি, মহিলাদের ফ্রিস্টাইল ৫০কেজি, ৫৩ কেজি, ৫৭কেজি সকাল ৭.৩০ থেকে।
05 Oct 2023, 06:34 AM IST
একাদশতম দিনের সাফল্য
বুধবার এশিয়ান গেমস থেকে ৩টি সোনা, ৫টি রুপো ও ৪টি ব্রোঞ্জ-সহ মোট ১২টি পদক জেতে ভারত। সার্বিকভাবে চলতি এশিয়ান গেমসে ভারত এখনও পর্যন্ত ১৮টি সোনা, ৩১টি রুপো ও ৩২টি ব্রোঞ্জ-সহ মোট ৮১টি পদক জিতেছে। এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের সব থেকে বেশি পদক জয়ের সর্বকালীন রেকর্ড এটি। টিম ইন্ডিয়া টপকে যায় ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে নিজেদের ৭০টি পদক জয়ের রেকর্ডকে। ভারত সব থেকে বেশি সোনা ও রুপো জিতেছে এবারই। আপাতত মেডেল তালিকায় ভারত রয়েছে চিন, জাপান ও কোরিয়ার পিছনে চার নম্বরে।