Kolkata-Howrah Underwater Tunnel: হুগলি নদীর তলা দিয়ে চলবে গাড়ি, জুড়বে কলকাতা-হাওড়া, টানেলের জন্য পরীক্ষা শুরু
Updated: 21 Dec 2024, 02:22 PM ISTইস্ট-ওয়েস্ট মেট্রোর সুবাদে গঙ্গার নীচে টানেল আছে। ওই টানেল দিয়ে মেট্রো যাতায়াত করে। এবার হুগলি নদীর তলা দিয়ে এমন টানেলের পরিকল্পনা করা হয়েছে, যেখান দিয়ে গাড়ি চলবে। সেজন্য ‘স্টাডি’ শুরু করা হয়েছে বলে সূত্রের খবর।
পরবর্তী ফটো গ্যালারি