ভুয়ো ফুটবল বেটিং অ্যাপের আড়ালে বিশাল বড় প্রতারণা চক্র। অনলাইন বেটিং এমনিতেই বেআইনি ভারতে। সেই বেটিংয়ের জন্য একটি অ্যাপ তৈরি করে ১২০০ ভারতীয়র প্রায় ১৪০০ কোটি টাকা চুরি করল এক চিনা ব্যক্তি। ৯ দিনে এই প্রতারণার জালে ফেঁসে যান ফুটবলপ্রেমী কয়েকশো ভারতীয়।